Ajker Patrika

যমুনায় গোসলে নেমে তলিয়ে গেল দুই বন্ধু, দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
যমুনায় গোসলে নেমে তলিয়ে গেল দুই বন্ধু, দেড় ঘণ্টা পর মরদেহ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যমুনা নদী থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালাসীঘাট থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। 

এদিন বেলা ১১টার দিকে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় তারা। মৃত দুই বন্ধু মাহিম মিয়া (১৬) ও ওমিও সরকার আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। পৌর শহরে ডেভিড কোম্পানি পাড়ার আনোয়ার হোসনের ছেলে মাহিম ও একই এলাকার লিটনের ছেলে ওমিও। 

ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পাঁচ বন্ধু নুহিন, কাব্য, মোহিত, মাহিম, ওমিও আর এসকেএস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তামিম ইসলাম নিরব যমুনায় গোসল করতে নামে জানা গেছে। 

নবম শ্রেণির ছাত্র তামিম ইসলাম নিরব বলে, ‘আমরা ছয় বন্ধু বালাসীর যমুনা নদীতে গোসল করতে যাই। এর মধ্য ওমিও ও মাহিব গোসল করতে নদীতে নামে। এরপর একে একে সবাই নামলেও দীর্ঘক্ষণ পর ওমিও ও মাহিমকে খুঁজে না পাওয়ায় চিৎকার করতে থাকি।’ 

স্থানীয়রা জানান, কয়েক জন শিক্ষার্থীরা নদীর পাড় থেকে চিৎকার করে। পরে তাঁরা ঘটনাস্থলে যান। ওই শিক্ষার্থীরা জানায় দুই বন্ধু পানির নিচে ডুবে গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় সাড়ে ১১টার দিকে ওমিওর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ মাহিমকে উদ্ধারে জন্য রংপুর থেকে ডুবুরি দল অসে। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদী থেকে ডুবে যাওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করছে। সেই সঙ্গে উদ্ধার করা চার ছাত্রকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত