খুলনায় ৪ নারী চিকিৎসক নিখোঁজ
খুলনায় চার নারী চিকিৎসকের খোঁজ মিলছে না। নিখোঁজ চিকিৎসকেরা হলেন ডা. লুইস, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা, ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা। এর মধ্যে ডা. শর্মিষ্ঠা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন। বাকিরা প্রাইভেট প্র্যাকটিস করেন।