Ajker Patrika

ডা. তারিমকে স্বাচিপের পদ থেকে অব্যাহতি

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২২: ৩২
ডা. তারিমকে স্বাচিপের পদ থেকে অব্যাহতি

মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাতে গ্রেপ্তার ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

খুলনা জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মেহেদী বলেন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আজ বুধবার খুলনা জেলা স্বাচিপের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হলে তাঁকে স্বপদে বহাল করা হবে। একই সঙ্গে  স্বাচিপের সদস্য পদও সাময়িক স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত