নতুন করদাতার তালিকা করতে ডিসিদের নির্দেশ
ভ্যাট-ট্যাক্সের হার সহনীয় পর্যায়ে রেখে সারা দেশে করদাতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ জন্য জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবীসহ সরকারি-বেসরকারি কর্মজীবীদের মধ্যে যাঁরা আয়করের আওতায় পড়েন, তাঁদের তালিকা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।