জয়নাল আবেদীন খান, ঢাকা
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছ থেকে বিভিন্ন সময় ১২ হাজার কোটি টাকা ঋণ নেয় ১৬ গ্রাহক। এসব ঋণের বিপরীতে যে জামানত রাখা হয়েছে, তার বাজারমূল্য মাত্র ১১ কোটি ৭৬ লাখ টাকা। নামমাত্র জামানতে অভিনব কায়দায় ঋণ নেওয়া এই ১৬ গ্রাহকের সবই সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান। শুধু জনতা নয়, বেক্সিমকো গ্রুপকে ঋণ দিয়ে এভাবেই বিপদে আছে সরকারি-বেসরকারি ডজনখানেক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেক্সিমকো গ্রুপের ৩১টি প্রতিষ্ঠানের কাছে জনতা, সোনালী, রূপালী, এবিসহ বিভিন্ন ব্যাংকের অনাদায়ি ঋণের পরিমাণ ২৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকেরই রয়েছে প্রায় ২২ হাজার ৭০৫ কোটি টাকা।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার দাপটে ব্যাংক খাতের ওপর ছড়ি ঘোরাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিজের স্বার্থে ব্যাংকের ঋণ নীতিমালার পরিবর্তনও ঘটাতেন তিনি। কোনো ব্যাংক সালমানের নজরে পড়লে তাঁকে ঋণ দেওয়ায় ‘না’ করার সাধ্য ছিল না কারও। তিনি যেভাবে চাইতেন, সেভাবেই ঋণ ছাড় হতো। ঋণের বিপরীতে জামানত রাখার বিষয়টি নির্ভর করত গ্রাহকের ইচ্ছের ওপর। সালমান-আতঙ্কে অনাদায়ি ঋণখেলাপি দেখানোর সাহস করত না কোনো ব্যাংক।
বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকটির বর্তমান ঋণের স্থিতি ৯১ হাজার ২৩৪ কোটি টাকা। তার মধ্যে খেলাপি ৬০ হাজার ৩৪৫ কোটি টাকা। জনতার ঋণের প্রায় ২২ হাজার ৭০৫ কোটি টাকাই গেছে বেক্সিমকো গ্রুপে। এই ঋণের বিপরীতে নেই কোনো জামানত।
জামানত ছাড়াই ঋণ দিয়ে জনতা ব্যাংকের এখন অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেডের কাছে ৫৬৬ কোটি, অ্যাপোলো অ্যাপারেলসের কাছে ৮০১ কোটি, অটোমলুপ অ্যাপারেলসের কাছে ৭৭২ কোটি, বিসিটে অ্যাপারেলসের কাছে ৮৯৩ কোটি, কসমোপলিটন অ্যাপারেলসের কাছে ৮৫৬ কোটি, কোজি অ্যাপারেলসের কাছে ৮৬০ কোটি, কাঁচপুর অ্যাপারেলসের কাছে ৭৫৫ কোটি, পিংক মেকার অ্যাপারেলসের কাছে ৮৪৯ কোটি, স্কাইনেট অ্যাপারেলসের কাছে ৭৮৭ কোটি, স্প্রিংফুল অ্যাপারেলসের কাছে ৭৫৯ কোটি, হোয়াইট অ্যাপারেলসের কাছে ৮৭২ কোটি, মিডওয়েস্ট গার্মেন্টসের কাছে ৭৬১ কোটি, পিয়ারলেস অ্যাপারেলসের কাছে ৮০০ কোটি, প্লাটিনাম গার্মেন্টসের কাছে ৮৩৬ কোটি, উইন্টার স্প্রিং গার্মেন্টসের কাছে ৭৬৭ কোটি টাকা পাওনা রয়েছে।
জনতা ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমান জানান, খেলাপি আদায়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টি সহজ না।
সূত্র জানায়, সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছেন। এই ব্যাংক থেকে তাঁর নেওয়া বেশির ভাগ ঋণই ছিল বেনামি। এত দিন তাঁর নামে জনতা ব্যাংক ১০ হাজার কোটি টাকা ঋণ দেখিয়ে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তাঁর ২৯ প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন-ফান্ডেড ২১ হাজার ৬৮১ কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে জনতা সাবেক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল জব্বার বলেন, ব্যাংক থেকে ক্ষমতার জোরে সব অনিয়ম করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের ঋণ এখন খেলাপি দেখানো হয়েছে। গত আগস্টের আগে তা দেখানোর মতো পরিবেশ ছিল না। এ জন্য কোনো ব্যাংক মুখ খোলেনি।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একক গ্রাহককে মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও নন-ফান্ডেড) বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই। তবে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯ দশমিক ৭৮ শতাংশ ঋণ-সুবিধা দিয়েছে।
এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ঋণ বিতরণের ঐশ্বরিক হাত রয়েছে। মূলত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং অনিয়মের কারণে নোংরাভাবে ঋণ ছাড় করা হয়। এসব চোখের সামনে ঘটে। যাঁরা অবৈধ সুবিধায় জড়িত, তাঁদের বিচার করা দরকার। ব্যাংক খাত ঢেলে সাজালে দুর্নীতিমুক্ত হবে।
বেক্সিমকোকে ঋণ দিয়ে জনতার মতোই বিপদে আছে অন্য ব্যাংকগুলোও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বেক্সিমকো গ্রুপের ট্রপিক্যাল ফ্যাশন লিমিটেড, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের কাছে এবি ব্যাংকের বকেয়া পাওনা রয়েছে প্রায় ৮৯০ কোটি টাকা। বেক্সিমকো লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ৪৯০ কোটি। একই প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের ১ হাজার ৪২৫ কোটি, রূপালী ব্যাংকের ৯৮৭ কোটি, ইউসিবির ৩৩৩ কোটি, অগ্রণী ব্যাংকের ৪২০ কোটি ও এক্সিম ব্যাংকের ৪৯৭ কোটি পাওনা রয়েছে। এ ছাড়া বেক্সিমকো গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংকের ৩২০ কোটি, পদ্মা ব্যাংকের ২৩ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬১ কোটি ও ডাচ্-বাংলা ব্যাংকের ৯৩ কোটি টাকার ঋণ বকেয়া পড়েছে।
উল্লেখ্য, বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা ৩১ প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো পিপিই এবং আর আর ওয়াশিং চলমান। বাকিগুলোর মধ্যে ১২টি সাময়িক এবং ১৬টি পুরোপুরি বন্ধ। তাদের বিপরীতে ব্যাংকঋণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা। এই ঋণের বিপরীতে জমি, ভবন, যন্ত্রপাতি, শেয়ার, ব্যাংকে স্থায়ী আমানত ইত্যাদি মিলে বন্ধক রয়েছে মোট ৪ হাজার ৯৩২ কোটি টাকার সম্পদ। অথচ পুরো গ্রুপের ঋণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন, ঋণের তো সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবু কিছু ব্যাংক আগ্রাসী ঋণ দেয়। এটা রীতিমতো আইনের লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। কোনো অপরাধী পার পাবে না। আইনের আওতায় এনে ব্যাংক লুটেরাদের বিচার করা হবে।
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছ থেকে বিভিন্ন সময় ১২ হাজার কোটি টাকা ঋণ নেয় ১৬ গ্রাহক। এসব ঋণের বিপরীতে যে জামানত রাখা হয়েছে, তার বাজারমূল্য মাত্র ১১ কোটি ৭৬ লাখ টাকা। নামমাত্র জামানতে অভিনব কায়দায় ঋণ নেওয়া এই ১৬ গ্রাহকের সবই সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান। শুধু জনতা নয়, বেক্সিমকো গ্রুপকে ঋণ দিয়ে এভাবেই বিপদে আছে সরকারি-বেসরকারি ডজনখানেক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বেক্সিমকো গ্রুপের ৩১টি প্রতিষ্ঠানের কাছে জনতা, সোনালী, রূপালী, এবিসহ বিভিন্ন ব্যাংকের অনাদায়ি ঋণের পরিমাণ ২৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকেরই রয়েছে প্রায় ২২ হাজার ৭০৫ কোটি টাকা।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার দাপটে ব্যাংক খাতের ওপর ছড়ি ঘোরাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিজের স্বার্থে ব্যাংকের ঋণ নীতিমালার পরিবর্তনও ঘটাতেন তিনি। কোনো ব্যাংক সালমানের নজরে পড়লে তাঁকে ঋণ দেওয়ায় ‘না’ করার সাধ্য ছিল না কারও। তিনি যেভাবে চাইতেন, সেভাবেই ঋণ ছাড় হতো। ঋণের বিপরীতে জামানত রাখার বিষয়টি নির্ভর করত গ্রাহকের ইচ্ছের ওপর। সালমান-আতঙ্কে অনাদায়ি ঋণখেলাপি দেখানোর সাহস করত না কোনো ব্যাংক।
বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ব্যাংকটির বর্তমান ঋণের স্থিতি ৯১ হাজার ২৩৪ কোটি টাকা। তার মধ্যে খেলাপি ৬০ হাজার ৩৪৫ কোটি টাকা। জনতার ঋণের প্রায় ২২ হাজার ৭০৫ কোটি টাকাই গেছে বেক্সিমকো গ্রুপে। এই ঋণের বিপরীতে নেই কোনো জামানত।
জামানত ছাড়াই ঋণ দিয়ে জনতা ব্যাংকের এখন অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেডের কাছে ৫৬৬ কোটি, অ্যাপোলো অ্যাপারেলসের কাছে ৮০১ কোটি, অটোমলুপ অ্যাপারেলসের কাছে ৭৭২ কোটি, বিসিটে অ্যাপারেলসের কাছে ৮৯৩ কোটি, কসমোপলিটন অ্যাপারেলসের কাছে ৮৫৬ কোটি, কোজি অ্যাপারেলসের কাছে ৮৬০ কোটি, কাঁচপুর অ্যাপারেলসের কাছে ৭৫৫ কোটি, পিংক মেকার অ্যাপারেলসের কাছে ৮৪৯ কোটি, স্কাইনেট অ্যাপারেলসের কাছে ৭৮৭ কোটি, স্প্রিংফুল অ্যাপারেলসের কাছে ৭৫৯ কোটি, হোয়াইট অ্যাপারেলসের কাছে ৮৭২ কোটি, মিডওয়েস্ট গার্মেন্টসের কাছে ৭৬১ কোটি, পিয়ারলেস অ্যাপারেলসের কাছে ৮০০ কোটি, প্লাটিনাম গার্মেন্টসের কাছে ৮৩৬ কোটি, উইন্টার স্প্রিং গার্মেন্টসের কাছে ৭৬৭ কোটি টাকা পাওনা রয়েছে।
জনতা ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমান জানান, খেলাপি আদায়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তবে বিষয়টি সহজ না।
সূত্র জানায়, সালমান এফ রহমান রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ বের করেছেন। এই ব্যাংক থেকে তাঁর নেওয়া বেশির ভাগ ঋণই ছিল বেনামি। এত দিন তাঁর নামে জনতা ব্যাংক ১০ হাজার কোটি টাকা ঋণ দেখিয়ে আসছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তাঁর ২৯ প্রতিষ্ঠানে ফান্ডেড ও নন-ফান্ডেড ২১ হাজার ৬৮১ কোটি টাকার ঋণের তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে জনতা সাবেক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল জব্বার বলেন, ব্যাংক থেকে ক্ষমতার জোরে সব অনিয়ম করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের ঋণ এখন খেলাপি দেখানো হয়েছে। গত আগস্টের আগে তা দেখানোর মতো পরিবেশ ছিল না। এ জন্য কোনো ব্যাংক মুখ খোলেনি।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একক গ্রাহককে মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও নন-ফান্ডেড) বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই। তবে জনতা ব্যাংক একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯ দশমিক ৭৮ শতাংশ ঋণ-সুবিধা দিয়েছে।
এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ঋণ বিতরণের ঐশ্বরিক হাত রয়েছে। মূলত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং অনিয়মের কারণে নোংরাভাবে ঋণ ছাড় করা হয়। এসব চোখের সামনে ঘটে। যাঁরা অবৈধ সুবিধায় জড়িত, তাঁদের বিচার করা দরকার। ব্যাংক খাত ঢেলে সাজালে দুর্নীতিমুক্ত হবে।
বেক্সিমকোকে ঋণ দিয়ে জনতার মতোই বিপদে আছে অন্য ব্যাংকগুলোও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বেক্সিমকো গ্রুপের ট্রপিক্যাল ফ্যাশন লিমিটেড, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের কাছে এবি ব্যাংকের বকেয়া পাওনা রয়েছে প্রায় ৮৯০ কোটি টাকা। বেক্সিমকো লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ৪৯০ কোটি। একই প্রতিষ্ঠানের কাছে সোনালী ব্যাংকের ১ হাজার ৪২৫ কোটি, রূপালী ব্যাংকের ৯৮৭ কোটি, ইউসিবির ৩৩৩ কোটি, অগ্রণী ব্যাংকের ৪২০ কোটি ও এক্সিম ব্যাংকের ৪৯৭ কোটি পাওনা রয়েছে। এ ছাড়া বেক্সিমকো গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংকের ৩২০ কোটি, পদ্মা ব্যাংকের ২৩ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬১ কোটি ও ডাচ্-বাংলা ব্যাংকের ৯৩ কোটি টাকার ঋণ বকেয়া পড়েছে।
উল্লেখ্য, বেক্সিমকো শিল্প পার্কের আওতায় থাকা ৩১ প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো পিপিই এবং আর আর ওয়াশিং চলমান। বাকিগুলোর মধ্যে ১২টি সাময়িক এবং ১৬টি পুরোপুরি বন্ধ। তাদের বিপরীতে ব্যাংকঋণ ২৮ হাজার ৬০৭ কোটি টাকা। এই ঋণের বিপরীতে জমি, ভবন, যন্ত্রপাতি, শেয়ার, ব্যাংকে স্থায়ী আমানত ইত্যাদি মিলে বন্ধক রয়েছে মোট ৪ হাজার ৯৩২ কোটি টাকার সম্পদ। অথচ পুরো গ্রুপের ঋণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন, ঋণের তো সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবু কিছু ব্যাংক আগ্রাসী ঋণ দেয়। এটা রীতিমতো আইনের লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। কোনো অপরাধী পার পাবে না। আইনের আওতায় এনে ব্যাংক লুটেরাদের বিচার করা হবে।
টানা ৯ বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। রাজস্ব আদায়ে প্রতিবছর কিছুটা প্রবৃদ্ধি থাকলেও তা পূর্বনির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে থাকছে। প্রস্তাবিত ও সংশোধিত, উভয় লক্ষ্যেই তৈরি হচ্ছে বড় ফারাক। ২০১৫-১৬ অর্থবছরের পর থেকে কোনো বছরই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি...
৫ ঘণ্টা আগে১১ বছরের সফল যাত্রা সম্পন্ন করল ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থা গতকাল বৃহস্পতিবার ১২ বছরে পা রাখল। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা ইউএস-বাংলা আজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে বাংলাদেশের আকাশে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে৩৫ শতাংশ অতিরিক্ত শুল্কের চাপ এড়াতে বাণিজ্য ও অবাণিজ্য-সংক্রান্ত অনেক বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চাইছে বাংলাদেশ। এ বিষয়ে আগামী রোববার মার্কিন বাণিজ্য দপ্তরে (ইউএসটিআর) বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র পাঠানো হবে বলে জানা গেছে। এরপর বাংলাদেশের প্রস্তাবে যুক্তরাষ্ট্র কতটুকু সাড়া দেয়...
৬ ঘণ্টা আগেজনতা ব্যাংকের প্রস্তাবিত নতুন পদোন্নতি নীতিমালায় চাকরির মোট মেয়াদকে প্রধান বিবেচনায় এনে নম্বর নির্ধারণ করায় গভীর অসন্তোষ দেখা দিয়েছে ব্যাংকের অভ্যন্তরে। বিশেষত, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে ২০১৯ সাল ও পরবর্তী সময়ে সরাসরি জ্যেষ্ঠ অফিসার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা...
৯ ঘণ্টা আগে