বিশেষ প্রতিনিধি, ঢাকা
ভ্যাট-ট্যাক্সের হার সহনীয় পর্যায়ে রেখে সারা দেশে করদাতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ জন্য জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবীসহ সরকারি-বেসরকারি কর্মজীবীদের মধ্যে যাঁরা আয়করের আওতায় পড়েন, তাঁদের তালিকা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রীষ্মে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার এবং স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে ত্রাণসামগ্রী কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১টি কার্য-অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়।
অর্থ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ডিসিরা জানিয়েছেন, গ্রামে অনেকে অনেক আয় করলেও কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দেবেন।’ তিনি বলেন, দেশের চিকিৎসক-আইনজীবীরা ফি নগদ নেন। এ কারণে তাঁদের করের আওতায় আনা যায় না। চিকিৎসকের ফি যদি ডিজিটাল মাধ্যমে দেওয়া হয়, তাহলে তার একটা রেকর্ড থাকে। চিকিৎসকের যে অ্যাটেনডেন্ট থাকেন, তিনি ফি কালেকশন করেন, তাঁদের রসিদ দিয়ে ফি নেওয়ার ব্যবস্থা করা দরকার। আইনজীবী বা অন্যান্য পেশার জন্যও এমন ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ডিসিরা বলেছেন গ্রামাঞ্চলে ব্যবসায়ীরা অনেক আয় করেন। ট্যাক্সের আওতা না বাড়ালে হবে না। সুতরাং, ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রেখে ট্যাক্স গ্রহণের পরিধি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলে করের আওতা বাড়িয়ে রাজস্ব বাড়ানো যাবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেশে শিল্পপ্রতিষ্ঠান আছে ৫০ থেকে ৬০ লাখ, কিন্তু কর দেয় মাত্র পাঁচ লাখ। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ছাড় আরও পিছিয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে তাঁদের নির্বাহী পর্ষদের সভায় উপস্থাপন করা হবে।
এসি ২৫ ডিগ্রির নিচে চালালে ব্যবস্থা: গ্রীষ্মে সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো যাবে না। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু গ্রীষ্মে চাহিদা বেড়ে ১৭ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়। এর মধ্যে সেচের জন্য লাগে ২ হাজার মেগাওয়াট। ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে শুধু এসি চালাতে। অথচ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখলে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। তিনি বলেন, এ জন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। এটি বাস্তবায়নে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলো মনিটরিং টিম গঠন করবে। যেসব লাইনে বিদ্যুতের ব্যবহার অতিরিক্ত বেড়ে যাবে, সেখানে লোডশেডিং করা হবে। শহর ও গ্রামের মধ্যে পার্থক্য থাকবে না। কেপিআই বাদ দিয়ে সমানভাবে লোডশেডিং করা হবে। লোডশেডিং শুরু হলে তাঁর বাসা থেকে শুরু হবে।
উপদেষ্টা জানান, ২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর অনুরোধ না রাখলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হতে পারে কিংবা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসে এবং এরপর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ জানান।
দুর্ঘটনা কমাতে সহায়তা চাইলে পাবেন ডিসিরা: সড়ক দুর্ঘটনা কমাতে ডিসিরা যেসব সহযোগিতা চাইবেন, তা করা হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। কার্য-অধিবেশন শেষে তিনি বলেন, ডিসিদের বলা হয়েছে, তাঁরা যেখানে যে সহযোগিতা চাইবেন, সীমিত সামর্থ্যের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্প নিয়েও আলাপ হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশার মিটারে ভাড়া কার্যকরের চিঠি প্রত্যাহার নিয়ে এক প্রশ্নে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, যাত্রীদের বক্তব্য মিটারে যাচ্ছে না। চালকের বক্তব্য, জমার পরিমাণ বেশি বলে মিটারে যেতে পারবেন না। তারপর এখানে-ওখানে ঘুষ দিতে হয়। এখন নাকি একটি পুরাতন সিএনজি অটোরিকশা পেতে ২০-৩০ লাখ টাকা লাগে। নতুন সিএনজি অটোরিকশা দেওয়া হচ্ছে না। এ জন্য বিষয়টিকে আরেকটু গভীরভাবে পরীক্ষা করে শিগগির এ ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হবে।
ত্রাণসামগ্রী কিনবেন ইউএনওরা: কেন্দ্রীয়ভাবে আর ত্রাণসামগ্রী না কিনে স্থানীয়ভাবে ইউএনওদের মাধ্যমে কেনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, টিআর, কাবিখা, কাবিটার যে বরাদ্দ দেওয়া হয়, সেগুলো ডিসিদের নিবিড় পর্যবেক্ষণের জন্য বলা হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে আগের যে কেন্দ্রীয় প্রথা ছিল, সেগুলোকে বদলানো হয়েছে। এ বিষয়ে তাঁদের ধারণা দেওয়া হয়েছে। আগে কেন্দ্রীয়ভাবে কম্বল সংগ্রহ করে বিতরণ করা হতো, এখন সেগুলো মাঠপর্যায় থেকে সংগ্রহ করে মাঠপর্যায়ে বিতরণ করছে। স্থানীয়ভাবে ইউএনওরা সরাসরি ত্রাণসামগ্রী কিনবেন।
রোজার ঈদের আগে এক কোটি পরিবার চাল পাবে: রোজার ঈদের আগে এক কোটি দরিদ্র, হতদরিদ্র পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি বলেন, রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী মার্চ-এপ্রিলে সারা দেশে বিভিন্নভাবে মোট ৭ লাখ ৮৩ হাজার টন চাল সরবরাহ করা হবে। মার্চ-এপ্রিলের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।
১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ নামজারির কাজ শেষ হবে জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, জমির মিউটিশনের কাজও ডিজিটাল করতে কাজ চলছে। জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন পর্যন্ত যে কটি ভালো নির্বাচন এবং যে কটি সমালোচিত নির্বাচন হয়েছে, তা প্রশাসন করেছে। তাদের যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই হয়। আসন্ন নির্বাচনে প্রশাসনকে ভালোভাবে ব্যবহার করা হবে।
অনেক বড় দুর্নীতির অভিযোগই হয় না: দুর্নীতির খবর লুকানোর ও ধামাচাপা না দেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন ডিসি সম্মেলনে দুদকের কার্য-অধিবেশনের পর বলেন, ছোট ছোট দুর্নীতি হলে আগে খবর পাওয়া যায়। কিন্তু সমঝোতার মাধ্যমে যে দুর্নীতি হয়, অর্থাৎ বড় দুর্নীতি, সেটার অভিযোগই হয় না। সেটার সঙ্গে ঠিকাদার, দপ্তরপ্রধান কিংবা সাংবাদিক হোক, তাঁরা খবর দেন না। দুর্নীতির খবর বেশি আসুক, তাতে কোনো সমস্যা নেই। দুর্নীতির খবর যেন ধামাচাপা না দেওয়া হয়, না লুকানো হয়। ডিসিরা এটি নিয়ে কাজ করবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন।
দুদক চেয়ারম্যান বলেন, ডিসি সম্মেলনে সবচেয়ে বড় বার্তা ছিল—পেছনের দুর্নীতি দমনের চেয়ে সামনে যেন দুর্নীতি না হয়, তাঁরাও সেই বার্তা দিয়েছেন।
ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে
অনিয়ম রোধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা পেতে উপকারভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান।
সবাইকেই নতুন করে নিবন্ধন করতে হবে জানিয়ে শারমীন মুরশিদ বলেন, নিবন্ধনটা ঠিক না হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় কিংবা মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কোনো কাজই ঠিক হবে না। নিবন্ধনটা নিপুণ হতে হবে।
শারমীন মুরশিদ বলেন, ‘ডিসিদের একটি বিষয় জানিয়েছি, আমরা যে সোশ্যাল রেজিস্ট্রি করি অর্থাৎ উপকারীদের আমরা যে সেবাটা দিই, তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার ভাতা পাওয়ার কথা, সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে সংস্কার কমিশন আছে, তাদের দিক থেকেও এই কথাটা ব্যক্ত করা হয়েছে।’
ভ্যাট-ট্যাক্সের হার সহনীয় পর্যায়ে রেখে সারা দেশে করদাতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ জন্য জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবীসহ সরকারি-বেসরকারি কর্মজীবীদের মধ্যে যাঁরা আয়করের আওতায় পড়েন, তাঁদের তালিকা করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গ্রীষ্মে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার এবং স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে ত্রাণসামগ্রী কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১টি কার্য-অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়।
অর্থ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ডিসিরা জানিয়েছেন, গ্রামে অনেকে অনেক আয় করলেও কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দেবেন।’ তিনি বলেন, দেশের চিকিৎসক-আইনজীবীরা ফি নগদ নেন। এ কারণে তাঁদের করের আওতায় আনা যায় না। চিকিৎসকের ফি যদি ডিজিটাল মাধ্যমে দেওয়া হয়, তাহলে তার একটা রেকর্ড থাকে। চিকিৎসকের যে অ্যাটেনডেন্ট থাকেন, তিনি ফি কালেকশন করেন, তাঁদের রসিদ দিয়ে ফি নেওয়ার ব্যবস্থা করা দরকার। আইনজীবী বা অন্যান্য পেশার জন্যও এমন ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ডিসিরা বলেছেন গ্রামাঞ্চলে ব্যবসায়ীরা অনেক আয় করেন। ট্যাক্সের আওতা না বাড়ালে হবে না। সুতরাং, ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রেখে ট্যাক্স গ্রহণের পরিধি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যন্ত অঞ্চলে করের আওতা বাড়িয়ে রাজস্ব বাড়ানো যাবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেশে শিল্পপ্রতিষ্ঠান আছে ৫০ থেকে ৬০ লাখ, কিন্তু কর দেয় মাত্র পাঁচ লাখ। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে চলমান ঋণ কর্মসূচিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ছাড় আরও পিছিয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে তাঁদের নির্বাহী পর্ষদের সভায় উপস্থাপন করা হবে।
এসি ২৫ ডিগ্রির নিচে চালালে ব্যবস্থা: গ্রীষ্মে সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, বিপণিবিতানসহ সব প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালানো যাবে না। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। কিন্তু গ্রীষ্মে চাহিদা বেড়ে ১৭ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট হয়। এর মধ্যে সেচের জন্য লাগে ২ হাজার মেগাওয়াট। ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে শুধু এসি চালাতে। অথচ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখলে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। তিনি বলেন, এ জন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। এটি বাস্তবায়নে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলো মনিটরিং টিম গঠন করবে। যেসব লাইনে বিদ্যুতের ব্যবহার অতিরিক্ত বেড়ে যাবে, সেখানে লোডশেডিং করা হবে। শহর ও গ্রামের মধ্যে পার্থক্য থাকবে না। কেপিআই বাদ দিয়ে সমানভাবে লোডশেডিং করা হবে। লোডশেডিং শুরু হলে তাঁর বাসা থেকে শুরু হবে।
উপদেষ্টা জানান, ২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর অনুরোধ না রাখলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হতে পারে কিংবা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজান মাসে এবং এরপর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ জানান।
দুর্ঘটনা কমাতে সহায়তা চাইলে পাবেন ডিসিরা: সড়ক দুর্ঘটনা কমাতে ডিসিরা যেসব সহযোগিতা চাইবেন, তা করা হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। কার্য-অধিবেশন শেষে তিনি বলেন, ডিসিদের বলা হয়েছে, তাঁরা যেখানে যে সহযোগিতা চাইবেন, সীমিত সামর্থ্যের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বব্যাংকের সঙ্গে একটি প্রকল্প নিয়েও আলাপ হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশার মিটারে ভাড়া কার্যকরের চিঠি প্রত্যাহার নিয়ে এক প্রশ্নে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, যাত্রীদের বক্তব্য মিটারে যাচ্ছে না। চালকের বক্তব্য, জমার পরিমাণ বেশি বলে মিটারে যেতে পারবেন না। তারপর এখানে-ওখানে ঘুষ দিতে হয়। এখন নাকি একটি পুরাতন সিএনজি অটোরিকশা পেতে ২০-৩০ লাখ টাকা লাগে। নতুন সিএনজি অটোরিকশা দেওয়া হচ্ছে না। এ জন্য বিষয়টিকে আরেকটু গভীরভাবে পরীক্ষা করে শিগগির এ ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হবে।
ত্রাণসামগ্রী কিনবেন ইউএনওরা: কেন্দ্রীয়ভাবে আর ত্রাণসামগ্রী না কিনে স্থানীয়ভাবে ইউএনওদের মাধ্যমে কেনা হবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, টিআর, কাবিখা, কাবিটার যে বরাদ্দ দেওয়া হয়, সেগুলো ডিসিদের নিবিড় পর্যবেক্ষণের জন্য বলা হয়েছে। বরাদ্দের ক্ষেত্রে আগের যে কেন্দ্রীয় প্রথা ছিল, সেগুলোকে বদলানো হয়েছে। এ বিষয়ে তাঁদের ধারণা দেওয়া হয়েছে। আগে কেন্দ্রীয়ভাবে কম্বল সংগ্রহ করে বিতরণ করা হতো, এখন সেগুলো মাঠপর্যায় থেকে সংগ্রহ করে মাঠপর্যায়ে বিতরণ করছে। স্থানীয়ভাবে ইউএনওরা সরাসরি ত্রাণসামগ্রী কিনবেন।
রোজার ঈদের আগে এক কোটি পরিবার চাল পাবে: রোজার ঈদের আগে এক কোটি দরিদ্র, হতদরিদ্র পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে বলে জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি বলেন, রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আগামী মার্চ-এপ্রিলে সারা দেশে বিভিন্নভাবে মোট ৭ লাখ ৮৩ হাজার টন চাল সরবরাহ করা হবে। মার্চ-এপ্রিলের খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন।
১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ নামজারির কাজ শেষ হবে জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, জমির মিউটিশনের কাজও ডিজিটাল করতে কাজ চলছে। জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন পর্যন্ত যে কটি ভালো নির্বাচন এবং যে কটি সমালোচিত নির্বাচন হয়েছে, তা প্রশাসন করেছে। তাদের যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই হয়। আসন্ন নির্বাচনে প্রশাসনকে ভালোভাবে ব্যবহার করা হবে।
অনেক বড় দুর্নীতির অভিযোগই হয় না: দুর্নীতির খবর লুকানোর ও ধামাচাপা না দেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন ডিসি সম্মেলনে দুদকের কার্য-অধিবেশনের পর বলেন, ছোট ছোট দুর্নীতি হলে আগে খবর পাওয়া যায়। কিন্তু সমঝোতার মাধ্যমে যে দুর্নীতি হয়, অর্থাৎ বড় দুর্নীতি, সেটার অভিযোগই হয় না। সেটার সঙ্গে ঠিকাদার, দপ্তরপ্রধান কিংবা সাংবাদিক হোক, তাঁরা খবর দেন না। দুর্নীতির খবর বেশি আসুক, তাতে কোনো সমস্যা নেই। দুর্নীতির খবর যেন ধামাচাপা না দেওয়া হয়, না লুকানো হয়। ডিসিরা এটি নিয়ে কাজ করবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন।
দুদক চেয়ারম্যান বলেন, ডিসি সম্মেলনে সবচেয়ে বড় বার্তা ছিল—পেছনের দুর্নীতি দমনের চেয়ে সামনে যেন দুর্নীতি না হয়, তাঁরাও সেই বার্তা দিয়েছেন।
ভাতা পেতে নতুন করে নিবন্ধন করতে হবে
অনিয়ম রোধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সব ধরনের ভাতা পেতে উপকারভোগীদের নতুন করে নিবন্ধন করতে হবে বলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান।
সবাইকেই নতুন করে নিবন্ধন করতে হবে জানিয়ে শারমীন মুরশিদ বলেন, নিবন্ধনটা ঠিক না হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় কিংবা মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কোনো কাজই ঠিক হবে না। নিবন্ধনটা নিপুণ হতে হবে।
শারমীন মুরশিদ বলেন, ‘ডিসিদের একটি বিষয় জানিয়েছি, আমরা যে সোশ্যাল রেজিস্ট্রি করি অর্থাৎ উপকারীদের আমরা যে সেবাটা দিই, তার ৪৬ শতাংশ ত্রুটিপূর্ণ। অর্থাৎ ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অঙ্কের অপচয় নয়, যার ভাতা পাওয়ার কথা, সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে সংস্কার কমিশন আছে, তাদের দিক থেকেও এই কথাটা ব্যক্ত করা হয়েছে।’
চলতি শিক্ষাবর্ষের দুই মাস শেষ হলেও এখনো সব বই হাতে পায়নি স্কুল শিক্ষার্থীরা। অষ্টম ও নবম শ্রেণির এবং ইবতেদায়ি পর্যায়ের কিছু বই এখনো ছাপার অপেক্ষায়। সব মিলিয়ে ৩ কোটি পাঠ্যবই ছাপা বাকি আছে, যার অধিকাংশই মাধ্যমিক পর্যায়ের। আর বিতরণ বাকি সাড়ে ৩ কোটির বেশি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এ
৭ ঘণ্টা আগেপ্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ৪০ দিনের মতো বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটিতে বাসায় পড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু তাদের হাতে এখনো সব বই পৌঁছায়নি, তাই বাড়ির পড়া নিয়ে চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা
৭ ঘণ্টা আগেসড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরযান মেরামত কারখানা (ওয়ার্কশপ) চালাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) লাইসেন্স থাকতে হবে। কিন্তু সারা দেশে ৩৫ হাজারের মতো এমন কারখানা চলছে ওই লাইসেন্স ছাড়াই। আইন অনুযায়ী অবৈধ এসব সারাইখানাকে বিআরটিএ লাইসেন্সের আওতায় আনার কার্যক্রম শুরু
৯ ঘণ্টা আগেশিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমিতে একটি অনুষ্ঠান চলাকালীন একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র দাখিল করেন। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়ে
১০ ঘণ্টা আগে