অন্য ভুবনে বিখ্যাত ফুটবল ব্যক্তিত্বদের কন্যারা
মাইকেল ওয়েন, অ্যালেন শিয়ারার, পেপ গার্দিওলা এবং জোসে মরিনহো-একটা জায়গায় এদের সবার মিল রয়েছে। তাঁরা সবাই ফুটবলের সঙ্গে যুক্ত। কেউ খেলোয়াড় হিসেবে আবার কেউ কোচ হিসেবে সাফল্যের চূড়া স্পর্শ করেছেন। তবে বাবাদের দেখানো পথে হাঁটেননি তাঁদের কন্যারা। ভিন্ন পথে হেঁটেই নিজেদের নামে পরিচিতি পেয়েছেন তাঁরাও। সেইসব