‘কৌশল ভুল’ করা গার্দিওলাই ইপিএল সেরা
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মৌসুম সেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। এ নিয়ে গত চার বছরে তিনবার লিগ সেরা ম্যানেজারের মুকুট পরলেন এই স্প্যানিশ কোচ। গার্দিওলার সঙ্গে লিগ সেরা ম্যানেজারের দৌড়ে ছিলেন ডেভিড ময়েস, ব্রেন্ডন রজার্স ও ওলে গুনার সুলশার। সবাইকে টপকে গার্দিওলাই শেষ পর্যন্ত লিগের সে