ইংলিশ প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরেই চলছে পেপ গার্দিওলার জাদু! শেষ চার মৌসুমের তিনটিতেই দলকে লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। মাঝে একবার শুধু লিভারপুলের সঙ্গে পেরে ওঠেননি। আগামী মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছেন এই স্প্যানিশ কোচ। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাক্-মৌসুম প্রস্তুতি ও দল পুনর্গঠনের কাজও।
সাম্প্রতিক সময়ে প্রাপ্তির বিপরীতে কিছু আক্ষেপও আছে গার্দিওলার। গত মৌসুমে কোয়াড্রপল জয়ের সুযোগ থাকলেও ডাবলের বেশি জিততে পারেননি। এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁতে পারেনি ম্যানসিটি; বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের আক্ষেপ আরও অনেক দিন পোড়াবে গার্দিওলা ও তাঁর দলকে।
অনেক বছর চেষ্টার পর গত মৌসুমে ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল সিটিজেনরা। কিন্তু চেলসির বিপক্ষে শিরোপার লড়াইয়ে আর পেরে ওঠেনি সিটি। ১-০ গোলের হারে শিরোপাবঞ্চিত থাকতে হয়েছে দলটিকে। এখন লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চকেও আরেকবার পাখির চোখ করবে তারা।
দলবদলে সব সময়ই কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে সিটি। এবারও ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না! এরই মধ্যে টটেনহাম থেকে তারকা স্ট্রাইকার হ্যারি কেন ও ইউরোর দুর্দান্ত খেলা অ্যাস্টন ভিলা তারকা জ্যাক গ্রিলিশকে দলে আনতে চায় তারা। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, এই দুই তারকাকে কিনতে সিটির খরচ করতে হতে পারে ২২৫ মিলিয়ন পাউন্ড; যেখানে শুধু কেনকে কিনতে লেগে যেতে পারে ১৬০ মিলিয়ন পাউন্ড। এমনকি এই দলবদল সফল করতে বের্নার্দো সিলভাসহ একাধিক খেলোয়াড়কে বিক্রির কথা ভাবছে তারা। তবে শেষ পর্যন্ত কেন-গ্রিলিশ ইতিহাদে এলে তা সামনের মৌসুমে সিটির খেলার ধরনেও পরিবর্তন নিয়ে আসতে পারে। কেনকে শেষ পর্যন্ত দলে আনতে পারলে গোলদাতার শূন্যতা অনেকটাই দূর করতে পারবে সিটি।
গত মৌসুমে গোল স্কোরার নিয়ে বেশ জটিলতায় ছিল ক্লাবটি। রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুসও খুব বেশি সুযোগ পাননি। প্রিমিয়ার লিগে দলের সেরা গোলদাতা ছিলেন ইকাই গুন্দোয়ান। তবু এই জার্মান তারকার অবস্থান ৯ নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও এ কারণে কৌশল সাজাতে হিমশিম খেতে হয়েছিল গার্দিওলাকে।
তবে গার্দিওলা নতুন করে আশাবাদী হতে পারেন স্টার্লিংকে নিয়ে। ইউরোতে দারুণভাবে ছন্দে ফিরেছেন এই ইংলিশ তারকা। সেই সঙ্গে সিটির একাদশে নিয়মিত হওয়ার দাবিও জোরালো করেছেন। এখন গার্দিওলা স্টার্লিংয়ে ফের আস্থা রাখবেন কি না, সেটাই দেখার অপেক্ষা। তবে এখানেও ‘কিন্তু’ আছে। স্টার্লিংয়ের দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনাসহ একাধিক দল। সেই প্রস্তাবগুলোর দিকেও এখন চোখ রাখতে হচ্ছে সিটি কোচকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে কয়েক মৌসুম ধরেই চলছে পেপ গার্দিওলার জাদু! শেষ চার মৌসুমের তিনটিতেই দলকে লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি। মাঝে একবার শুধু লিভারপুলের সঙ্গে পেরে ওঠেননি। আগামী মৌসুমেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছেন এই স্প্যানিশ কোচ। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাক্-মৌসুম প্রস্তুতি ও দল পুনর্গঠনের কাজও।
সাম্প্রতিক সময়ে প্রাপ্তির বিপরীতে কিছু আক্ষেপও আছে গার্দিওলার। গত মৌসুমে কোয়াড্রপল জয়ের সুযোগ থাকলেও ডাবলের বেশি জিততে পারেননি। এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁতে পারেনি ম্যানসিটি; বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের আক্ষেপ আরও অনেক দিন পোড়াবে গার্দিওলা ও তাঁর দলকে।
অনেক বছর চেষ্টার পর গত মৌসুমে ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল সিটিজেনরা। কিন্তু চেলসির বিপক্ষে শিরোপার লড়াইয়ে আর পেরে ওঠেনি সিটি। ১-০ গোলের হারে শিরোপাবঞ্চিত থাকতে হয়েছে দলটিকে। এখন লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চকেও আরেকবার পাখির চোখ করবে তারা।
দলবদলে সব সময়ই কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে সিটি। এবারও ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না! এরই মধ্যে টটেনহাম থেকে তারকা স্ট্রাইকার হ্যারি কেন ও ইউরোর দুর্দান্ত খেলা অ্যাস্টন ভিলা তারকা জ্যাক গ্রিলিশকে দলে আনতে চায় তারা। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, এই দুই তারকাকে কিনতে সিটির খরচ করতে হতে পারে ২২৫ মিলিয়ন পাউন্ড; যেখানে শুধু কেনকে কিনতে লেগে যেতে পারে ১৬০ মিলিয়ন পাউন্ড। এমনকি এই দলবদল সফল করতে বের্নার্দো সিলভাসহ একাধিক খেলোয়াড়কে বিক্রির কথা ভাবছে তারা। তবে শেষ পর্যন্ত কেন-গ্রিলিশ ইতিহাদে এলে তা সামনের মৌসুমে সিটির খেলার ধরনেও পরিবর্তন নিয়ে আসতে পারে। কেনকে শেষ পর্যন্ত দলে আনতে পারলে গোলদাতার শূন্যতা অনেকটাই দূর করতে পারবে সিটি।
গত মৌসুমে গোল স্কোরার নিয়ে বেশ জটিলতায় ছিল ক্লাবটি। রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুসও খুব বেশি সুযোগ পাননি। প্রিমিয়ার লিগে দলের সেরা গোলদাতা ছিলেন ইকাই গুন্দোয়ান। তবু এই জার্মান তারকার অবস্থান ৯ নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও এ কারণে কৌশল সাজাতে হিমশিম খেতে হয়েছিল গার্দিওলাকে।
তবে গার্দিওলা নতুন করে আশাবাদী হতে পারেন স্টার্লিংকে নিয়ে। ইউরোতে দারুণভাবে ছন্দে ফিরেছেন এই ইংলিশ তারকা। সেই সঙ্গে সিটির একাদশে নিয়মিত হওয়ার দাবিও জোরালো করেছেন। এখন গার্দিওলা স্টার্লিংয়ে ফের আস্থা রাখবেন কি না, সেটাই দেখার অপেক্ষা। তবে এখানেও ‘কিন্তু’ আছে। স্টার্লিংয়ের দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনাসহ একাধিক দল। সেই প্রস্তাবগুলোর দিকেও এখন চোখ রাখতে হচ্ছে সিটি কোচকে।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ১৮ কোটি টাকা খরচ করে।
২৩ মিনিট আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে