ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি পরবর্তী যুগে বেশ ধুঁকছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি কাতালান পরাশক্তিদের।
দলের এমন দুরবস্থায় বেশ চাপের মুখে আছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। সমর্থকেরাও কোচ বদল করতে ক্লাবের ওপর ক্রামাগত চাপ সৃষ্টি করছে। গুঞ্জন আছে, বার্সা কর্তৃপক্ষও এখন নতুন কোচের সন্ধানে আছে। আর সে তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ পেপ গার্দিওলাও। তবে এই মুহূর্তে না পারলেও যত দ্রুত সম্ভব গার্দিওলাকে আনতে চায় বার্সা।
এর আগে বার্সার হয়ে দুর্দান্ত সময় পার করেছেন গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সময়ে গার্দিওলার অর্জনও ছিল দুর্দান্ত। এ সময়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি তিনবার লা লিগা শিরোপা জিতেছিল বার্সা।
বর্তমানে সিটির হয়েও দারুণ সময় পার করছেন গার্দিওলা। গত মাসে ৫০ বছর বয়সী কোচ অবশ্য বলেছিলেন, ম্যানসিটি অধ্যায় শেষ করে তিনি আন্তর্জাতিক কোনো দলের দায়িত্ব গ্রহণ করতে চান।
গার্দিওলার এমন চাওয়ার পরও নাকি হাল ছাড়তে নারাজ বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ বলছে, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা গার্দিওলাকে পেতে সম্ভাব্য সবকিছু করবেন। তবে ম্যানসিটি থেকে গার্দিওলাকে ছাড়িয়ে নেওয়া মোটেও সহজ হবে না। পাশাপাশি গার্দিওলা নিজেও আবার ফিরতে চান কি না তাও অজানা।
বার্সা অবশ্য শুধু গার্দিওলাকে মাথায় রেখেই সামনে এগোচ্ছে না। কোমানের জায়গায় ন্যু ক্যাম্পে আসতে পারে, এমন আরও কিছু নাম শোনা যাচ্ছে।
বার্সার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ, বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ, গত মৌসুমে ইন্টার মিলানকে সিরি ‘আ’-এর শিরোপা জেতানো আন্তোনিও কন্তে, বার্সার সাবেক খেলোয়াড় ফিলিপ কোকো ও সাবেক জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো।
লিওনেল মেসি পরবর্তী যুগে বেশ ধুঁকছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি কাতালান পরাশক্তিদের।
দলের এমন দুরবস্থায় বেশ চাপের মুখে আছেন বার্সা কোচ রোনাল্ড কোমান। সমর্থকেরাও কোচ বদল করতে ক্লাবের ওপর ক্রামাগত চাপ সৃষ্টি করছে। গুঞ্জন আছে, বার্সা কর্তৃপক্ষও এখন নতুন কোচের সন্ধানে আছে। আর সে তালিকায় আছেন ক্লাবটির সাবেক কোচ পেপ গার্দিওলাও। তবে এই মুহূর্তে না পারলেও যত দ্রুত সম্ভব গার্দিওলাকে আনতে চায় বার্সা।
এর আগে বার্সার হয়ে দুর্দান্ত সময় পার করেছেন গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সময়ে গার্দিওলার অর্জনও ছিল দুর্দান্ত। এ সময়ে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি তিনবার লা লিগা শিরোপা জিতেছিল বার্সা।
বর্তমানে সিটির হয়েও দারুণ সময় পার করছেন গার্দিওলা। গত মাসে ৫০ বছর বয়সী কোচ অবশ্য বলেছিলেন, ম্যানসিটি অধ্যায় শেষ করে তিনি আন্তর্জাতিক কোনো দলের দায়িত্ব গ্রহণ করতে চান।
গার্দিওলার এমন চাওয়ার পরও নাকি হাল ছাড়তে নারাজ বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ বলছে, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা গার্দিওলাকে পেতে সম্ভাব্য সবকিছু করবেন। তবে ম্যানসিটি থেকে গার্দিওলাকে ছাড়িয়ে নেওয়া মোটেও সহজ হবে না। পাশাপাশি গার্দিওলা নিজেও আবার ফিরতে চান কি না তাও অজানা।
বার্সা অবশ্য শুধু গার্দিওলাকে মাথায় রেখেই সামনে এগোচ্ছে না। কোমানের জায়গায় ন্যু ক্যাম্পে আসতে পারে, এমন আরও কিছু নাম শোনা যাচ্ছে।
বার্সার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ, বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ, গত মৌসুমে ইন্টার মিলানকে সিরি ‘আ’-এর শিরোপা জেতানো আন্তোনিও কন্তে, বার্সার সাবেক খেলোয়াড় ফিলিপ কোকো ও সাবেক জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো।
টানা আট ম্যাচে জেতার পর হঠাৎ ছন্দপতন! লিগ পর্বে পরের চার ম্যাচে টানা হেরেছে রংপুর রাইডার্স। সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া তো হলোই, সঙ্গে টানা হারে আত্মবিশ্বাসও যে কিছুটা নড়বড়ে রাইডার্সদের, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে অ্যালেক্স হেলস-খুশদিল শাহদের চলে যাওয়া তাদের চিন্তাও বাড়িয়েছে খানি
৩৩ মিনিট আগেপ্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরা
১ ঘণ্টা আগেএকের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগেগল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
৪ ঘণ্টা আগে