‘ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে’
পেপ গার্দিওলাকে খোঁচা মারার স্বভাবটা জলাতান ইব্রামোভিচের পুরোনো। তাই সুযোগ পেলেই গার্দিওলাকে খোঁচা মারতে ছাড়েন না সুইডিশ এই স্ট্রাইকার। সাবেক গুরুকে তেমনি এক কটাক্ষকে করেছেন ইব্রা গত শুক্রবার। আজ এসি মিলানের স্ট্রাইকারের কটাক্ষের জবাব দিয়েছেন গার্দিওলা। উপহাসের সুরে ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন,