আর্লিং হালান্ডের দুই গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সিটির নতুন তারকার গোলক্ষুধা কোচ গার্দিওলাকে মুগ্ধ করেছে। হালান্ডে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিগের এক ম্যাচের খেলা দেখেই হালান্ডকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন।
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ জয়ের পরও ম্যাচসেরা হালান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে। গার্দিওলা ৭৮ মিনিটে তাঁকে বদলি করেছেন জুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়ে। এতে নওরোজিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে। গার্দিওলার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। হালান্ড নিজেও এ নিয়ে একটু বিরক্ত হয়েছেন। তিনি হ্যাটট্রিকের বিষয়ে বলেছেন, ‘ম্যাচে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। তবে এমনটাই হয়।’
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন স্ট্রাইকারদের গোলক্ষুধা কখনোই মিটে না। স্ট্রাইকারদের গোলক্ষুধার ব্যাখ্যায় তিনি আর্জেন্টাইন তারকা মেসিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে হালান্ডকে সাবেক শিষ্যের সঙ্গে তুলনাও করেছেন। ম্যানসিটি কোচ বলেছেন, ‘স্ট্রাইকারদের গোলক্ষুধা পছন্দ করি। সৌভাগ্যবান যে ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করতে পেরেছি। যখন ম্যাচে সে দুই গোল করত তখন সে চাইতো তিন গোল করতে। আবার তিন গোল করলে চাইতো চার গোল করতে। সর্বোচ্চ গোলদাতা, স্ট্রাইকার, তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তারা সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’
নতুন শিষ্যকে নিয়ে মজাও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘হালান্ড পেনাল্টির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বল নিজের কাছে রাখেন। মনে হয় যদি তাঁর কোনো সতীর্থ সেটা নিতে গেলে সে তাঁর মুখে ঘুষি মারতো। নিশ্চিত ছিলাম যে সে গোল করবে। এটা দলের ভালো দিক।’
আর্লিং হালান্ডের দুই গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সিটির নতুন তারকার গোলক্ষুধা কোচ গার্দিওলাকে মুগ্ধ করেছে। হালান্ডে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিগের এক ম্যাচের খেলা দেখেই হালান্ডকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন।
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ জয়ের পরও ম্যাচসেরা হালান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে। গার্দিওলা ৭৮ মিনিটে তাঁকে বদলি করেছেন জুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়ে। এতে নওরোজিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে। গার্দিওলার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। হালান্ড নিজেও এ নিয়ে একটু বিরক্ত হয়েছেন। তিনি হ্যাটট্রিকের বিষয়ে বলেছেন, ‘ম্যাচে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। তবে এমনটাই হয়।’
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন স্ট্রাইকারদের গোলক্ষুধা কখনোই মিটে না। স্ট্রাইকারদের গোলক্ষুধার ব্যাখ্যায় তিনি আর্জেন্টাইন তারকা মেসিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে হালান্ডকে সাবেক শিষ্যের সঙ্গে তুলনাও করেছেন। ম্যানসিটি কোচ বলেছেন, ‘স্ট্রাইকারদের গোলক্ষুধা পছন্দ করি। সৌভাগ্যবান যে ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করতে পেরেছি। যখন ম্যাচে সে দুই গোল করত তখন সে চাইতো তিন গোল করতে। আবার তিন গোল করলে চাইতো চার গোল করতে। সর্বোচ্চ গোলদাতা, স্ট্রাইকার, তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তারা সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’
নতুন শিষ্যকে নিয়ে মজাও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘হালান্ড পেনাল্টির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বল নিজের কাছে রাখেন। মনে হয় যদি তাঁর কোনো সতীর্থ সেটা নিতে গেলে সে তাঁর মুখে ঘুষি মারতো। নিশ্চিত ছিলাম যে সে গোল করবে। এটা দলের ভালো দিক।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে