পেপ গার্দিওলাকে খোঁচা মারার স্বভাবটা জলাতান ইব্রাহিমোভিচের পুরোনো। তাই সুযোগ পেলেই গার্দিওলাকে খোঁচা মারতে ছাড়েন না সুইডিশ এই স্ট্রাইকার। সাবেক গুরুকে তেমনি এক কটাক্ষকে করেছেন ইব্রাহিমোভিচ গত শুক্রবার। আজ এসি মিলানের স্ট্রাইকারের কটাক্ষের জবাব দিয়েছেন গার্দিওলা। উপহাসের সুরে ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন, ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে।
আর্লিং হালান্ডের প্রশংসা করতে গিয়ে সাবেক গুরুকে খোঁচা দিয়েছেন ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন হালান্ড। এ মৌসুমে সব মিলিয়ে ১৬ ম্যাচে ২২ গোল করেছেন এই নওরোজিয়ান স্ট্রাইকার। সঙ্গে সতীর্থদের দিয়ে ৩ গোলে সহায়তাও করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মের পরও ইব্রাহিমোভিচ মনে করেন ম্যানসিটি স্ট্রাইকারের আরও ভালো করার সামর্থ্য আছে। তবে এটা নির্ভর করবে গার্দিওলার সিদ্ধান্তের ওপর। তিনি বলেছেন, ‘হালান্ডকে আরও বড় ফুটবলার হতে দেবেন কি না সেটা নির্ভর করবে গার্দিওলার দম্ভের ওপর।’
ইব্রামোভিচের এই সমালোচনার জবাবে গার্দিওলা বলেছেন, ‘সে সঠিক, সে সম্পূর্ণরূপে ঠিক বলেছে। এই ক্লাব ও দলে প্রত্যেক ব্যক্তি ও খেলোয়াড়ের পেছনে আমার দাম্ভিকতা আছে। যখন হালান্ড হ্যাটট্রিক করে ও সব আলো তার ওপরে পড়ে তখন এটি একদমই পছন্দ করি না। খুব ঈর্ষান্বিত! সত্যি বলতে, খুবই ঈর্ষান্বিত হই!’
এরপরেই গার্দিওলা তাচ্ছিল্যের সুরে ইব্রাহিমোভিচ উদ্দেশ্য করে বলেছেন, ‘হালান্ডকে বলেছি, দয়া করে আর গোল করিও না। অন্যথা সংবাদমাধ্যমগুলো আমাকে ও আমার সম্পর্কে কোনো কথা বলবে না। ইব্রাহিমোভিচ সঠিক। সে আমাকে ভালোভাবেই জানে। এ কারণেই সে হয়তো আরেকটি বই লিখতে পারে।’
বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলার সঙ্গে দা-কুমড়া সম্পর্ক তৈরি হয় ইব্রামোভিচের। বার্সাতে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পারার পেছনে গার্দিওলার প্রভাব দেখেন তিনি। এরপর থেকেই বার্সার সাবেক কোচকে শত্রু হিসেবে দেখেন এই সুইডিশ স্ট্রাইকার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সাতে ২৯ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি।
পেপ গার্দিওলাকে খোঁচা মারার স্বভাবটা জলাতান ইব্রাহিমোভিচের পুরোনো। তাই সুযোগ পেলেই গার্দিওলাকে খোঁচা মারতে ছাড়েন না সুইডিশ এই স্ট্রাইকার। সাবেক গুরুকে তেমনি এক কটাক্ষকে করেছেন ইব্রাহিমোভিচ গত শুক্রবার। আজ এসি মিলানের স্ট্রাইকারের কটাক্ষের জবাব দিয়েছেন গার্দিওলা। উপহাসের সুরে ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন, ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে।
আর্লিং হালান্ডের প্রশংসা করতে গিয়ে সাবেক গুরুকে খোঁচা দিয়েছেন ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন হালান্ড। এ মৌসুমে সব মিলিয়ে ১৬ ম্যাচে ২২ গোল করেছেন এই নওরোজিয়ান স্ট্রাইকার। সঙ্গে সতীর্থদের দিয়ে ৩ গোলে সহায়তাও করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মের পরও ইব্রাহিমোভিচ মনে করেন ম্যানসিটি স্ট্রাইকারের আরও ভালো করার সামর্থ্য আছে। তবে এটা নির্ভর করবে গার্দিওলার সিদ্ধান্তের ওপর। তিনি বলেছেন, ‘হালান্ডকে আরও বড় ফুটবলার হতে দেবেন কি না সেটা নির্ভর করবে গার্দিওলার দম্ভের ওপর।’
ইব্রামোভিচের এই সমালোচনার জবাবে গার্দিওলা বলেছেন, ‘সে সঠিক, সে সম্পূর্ণরূপে ঠিক বলেছে। এই ক্লাব ও দলে প্রত্যেক ব্যক্তি ও খেলোয়াড়ের পেছনে আমার দাম্ভিকতা আছে। যখন হালান্ড হ্যাটট্রিক করে ও সব আলো তার ওপরে পড়ে তখন এটি একদমই পছন্দ করি না। খুব ঈর্ষান্বিত! সত্যি বলতে, খুবই ঈর্ষান্বিত হই!’
এরপরেই গার্দিওলা তাচ্ছিল্যের সুরে ইব্রাহিমোভিচ উদ্দেশ্য করে বলেছেন, ‘হালান্ডকে বলেছি, দয়া করে আর গোল করিও না। অন্যথা সংবাদমাধ্যমগুলো আমাকে ও আমার সম্পর্কে কোনো কথা বলবে না। ইব্রাহিমোভিচ সঠিক। সে আমাকে ভালোভাবেই জানে। এ কারণেই সে হয়তো আরেকটি বই লিখতে পারে।’
বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলার সঙ্গে দা-কুমড়া সম্পর্ক তৈরি হয় ইব্রামোভিচের। বার্সাতে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পারার পেছনে গার্দিওলার প্রভাব দেখেন তিনি। এরপর থেকেই বার্সার সাবেক কোচকে শত্রু হিসেবে দেখেন এই সুইডিশ স্ট্রাইকার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সাতে ২৯ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১৫ মিনিট আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
২১ মিনিট আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগেমিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
১ ঘণ্টা আগে