ইউরোপ ফুটবলের গোলমেশিন তিনি। ক্লাব পাল্টালেও সেই পুরোনো চেহারা হারায়নি আর্লিং হালান্ডের। ম্যানচেস্টার সিটির সমর্থকদেরও বুঝিয়ে দিলেন গোলক্ষুধার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছেন নরওয়েজীয় ফরোয়ার্ড।
তার প্রমাণ দিলেন অভিষেকে। প্রথমবারের মতো সিটির জার্সি গায়ে দিয়ে গোল পেয়েছেন হালান্ড। ম্যাচের শুরুতেই তাঁর গোলে পেপ গার্দিওলার শিষ্যদের এগিয়ে যাওয়া, সেই ব্যবধান ধরে রেখেই জয় পেল ইংলিশ চ্যাম্পিয়নরা। শনিবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বজ্রঝড়ের রাতে প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে সিটি।
ম্যাচ শুরুর আগে দর্শকদের ভিজতে হলো বৃষ্টিতে। সঙ্গে বজ্রঝড়। খেলা শুরুর জন্য দেরিও হলো তাতে। তবে সিটির নতুন তারকা হালান্ডের খেলা দেখতে আসা দর্শকেরা নিরাশ হননি। ম্যাচ শুরুর ১২তম মিনিটে জ্যাক গ্রিলিশের বাড়ানো বলে গোলপোস্টের কাছ থেকে দুর্দান্ত ড্রাইভে বল জালে পাঠান গত ২১ জুলাই ২২ বছরে পা রাখা হালান্ড।
প্রতিপক্ষ হিসেবে বাভারিয়ান জায়ান্টরা অপরিচিত নন হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডে দুই বছর থাকাকালীন বেশ কয়েকবার বায়ার্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। পুরোনো প্রতিপক্ষকে পেতেই ফের জ্বলে উঠলেন। জানিয়ে দিলেন, তার সঙ্গে সিটির ৫১.২ মিলিয়ন পাউন্ড চুক্তি বৃথা যাবে না।
প্রাক্-মৌসুমের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া সিটির হয়ে প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে খেলেননি হালান্ড। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় এনে দেওয়া গোলে বেশ প্রশংসাও কুড়ালেন তিনি। গার্দিওলা অবশ্য মনে করেন, দলের সঙ্গে মানিয়ে নিতে হালান্ডের আরও সময় দরকার। নরওয়েজীয় ফরোয়ার্ড গোল পাওয়ায় সিটির স্প্যানিশ কোচ অবশ্য বেশ খুশি, ‘সে (হালান্ড) গুরুত্বপূর্ণ গোল করেছে। কিপারের সামনে এ ধরনের গোল মানে—সে সব সময় সেখানে আছে।’
ইউরোপ ফুটবলের গোলমেশিন তিনি। ক্লাব পাল্টালেও সেই পুরোনো চেহারা হারায়নি আর্লিং হালান্ডের। ম্যানচেস্টার সিটির সমর্থকদেরও বুঝিয়ে দিলেন গোলক্ষুধার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছেন নরওয়েজীয় ফরোয়ার্ড।
তার প্রমাণ দিলেন অভিষেকে। প্রথমবারের মতো সিটির জার্সি গায়ে দিয়ে গোল পেয়েছেন হালান্ড। ম্যাচের শুরুতেই তাঁর গোলে পেপ গার্দিওলার শিষ্যদের এগিয়ে যাওয়া, সেই ব্যবধান ধরে রেখেই জয় পেল ইংলিশ চ্যাম্পিয়নরা। শনিবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বজ্রঝড়ের রাতে প্রীতি ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে সিটি।
ম্যাচ শুরুর আগে দর্শকদের ভিজতে হলো বৃষ্টিতে। সঙ্গে বজ্রঝড়। খেলা শুরুর জন্য দেরিও হলো তাতে। তবে সিটির নতুন তারকা হালান্ডের খেলা দেখতে আসা দর্শকেরা নিরাশ হননি। ম্যাচ শুরুর ১২তম মিনিটে জ্যাক গ্রিলিশের বাড়ানো বলে গোলপোস্টের কাছ থেকে দুর্দান্ত ড্রাইভে বল জালে পাঠান গত ২১ জুলাই ২২ বছরে পা রাখা হালান্ড।
প্রতিপক্ষ হিসেবে বাভারিয়ান জায়ান্টরা অপরিচিত নন হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডে দুই বছর থাকাকালীন বেশ কয়েকবার বায়ার্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। পুরোনো প্রতিপক্ষকে পেতেই ফের জ্বলে উঠলেন। জানিয়ে দিলেন, তার সঙ্গে সিটির ৫১.২ মিলিয়ন পাউন্ড চুক্তি বৃথা যাবে না।
প্রাক্-মৌসুমের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া সিটির হয়ে প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে খেলেননি হালান্ড। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় এনে দেওয়া গোলে বেশ প্রশংসাও কুড়ালেন তিনি। গার্দিওলা অবশ্য মনে করেন, দলের সঙ্গে মানিয়ে নিতে হালান্ডের আরও সময় দরকার। নরওয়েজীয় ফরোয়ার্ড গোল পাওয়ায় সিটির স্প্যানিশ কোচ অবশ্য বেশ খুশি, ‘সে (হালান্ড) গুরুত্বপূর্ণ গোল করেছে। কিপারের সামনে এ ধরনের গোল মানে—সে সব সময় সেখানে আছে।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে