ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তাই পায়নি ইউনাইটেড। ৪-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিধ্বস্ত হয়েছে তারা। হারের পর ম্যানসিটির বিপক্ষে জেতা কঠিন বলে বলছেন ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক।
পেপ গার্দিওলার ম্যানসিটিকে গ্রহের সেরা দল বলছেন রাংনিক। ম্যাচশেষে ম্যানইউ কোচ বলছেন, ‘আমি মনে করি না, ছেলেরা আধিপত্য রাখার চেষ্টা করেনি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এটা কঠিন। তারা গ্রহের সেরা দল। চেষ্টা না করার জন্য কাউকে দোষ দিতে পারি না। তবে তৃতীয় গোলের পরে এটা কঠিন ছিল।’
ইতিহাদে ম্যানইউর খেলায় হতাশ দলটির সাবেক তারকারা। সাবেক ক্লাবের এভাবে হার মেনে নেওয়া মানতে পারছেন না ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল। শেষ ২৫ মিনিট ম্যানইউর খেলা অপমানজনক ছিল বলে মনে করেন তিনি। ক্লাবটির সাবেক আইরিশ তারকা রয় কিন আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক এবং ক্ষমার অযোগ্য।’
তবে ব্যাপারটা ঠিক এভাবে দেখতে রাজি নন রাংনিক। তাঁর মতে, ‘কেভিন ডি ব্রুইন এবং রিয়াদ মাহরেজের জোড়া গোলে জিতেছে সিটি। ওরা ভালো দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। এ সময় ইউনাইটেড মাত্র ২১ শতাংশ সময়ে বল দখলে রেখেছিল এবং একটি শটও নিতে পারেনি। স্কোরলাইন ৩-১ হয়ে যাওয়ার পর তার ছেলেরা হাল ছেড়ে দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ম্যানইউ কোচকে। রাংনিক বলেছেন, ‘আমাকে অবশ্যই আমার চিকিৎসা বিভাগের ওপর আস্থা রাখতে হবে। আমাদের ডাক্তার অনুশীলনের আগে শুক্রবার সকালে কথা বলতে এসেছিলেন। বলেছিলেন, ‘‘ক্রিস্টিয়ানো হিপের চোটে কারণে অনুশীলন করতে পারেনি।’’ শনিবারও এটাই বাস্তবতা ছিল। এ কারণে সে স্কোয়াডের অংশ হতে পারেননি।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৮ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৯ ঘণ্টা আগে