পুরান ঢাকার গ্লাসি
নবাবি সেই খাবারের খোঁজে অবশেষে পুরান ঢাকা প্রায় চষে ফেলা হলো। কাজী আলাউদ্দিন রোড ধরে এগোতে এগোতে নান্না বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, বোখারি বিরিয়ানি, দ্য রয়েল সুইটমিটসহ আরও কত-শত নামের রেস্তোরাঁ যে চোখে পড়ল, তার কোনো হিসাব নেই। পুরান ঢাকার গলি তস্য গলিতে হরেক পদের খাবার সাজিয়ে যেসব দোকান বসে আছে, তার হ