হারুনুর রশিদ, জবি
সারা দিন কুয়াশাচ্ছন্ন, সূর্যের দেখা নেই আকাশে। পৌষের বিদায়ক্ষণে এমন আবহাওয়া দমিয়ে রাখতে পারেনি পুরান ঢাকাবাসীদের। প্রতিবারের মতো আজ শুক্রবার সাকরাইনে রঙিন হয়েছে পুরান ঢাকা। এবার নিষেধাজ্ঞা থাকলেও সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই বর্ণিল ফানুশ ও আতশবাজিতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ।
সাকরাইন উৎসবকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকেই নানা আকারের অসংখ্য ঘুড়ি মেঘাচ্ছন্ন আকাশকেই রঙিন করে তুলেছিল। বাসায় বাসায় বসেছে পিঠাপুলির আসর। এ ছাড়া জমকালো আলোকসজ্জায় সজ্জিত বাড়ি-ঘরের ছাদে আগুন নিয়ে খেলা করতে দেখা গেছে তরুণদের।
ঐতিহ্যবাহী এই উৎসব ঘুড়ি উৎসব নামে পরিচিত হলেও বর্তমানে সাকরাইন উৎসবে যোগ হয়েছে আতশবাজি, মুখে কেরোসিন নিয়ে মুখের সামনে আগুনের মশাল ধরে আগুন খেলা। যুক্ত হয়েছে ডিজে নাচ, প্রজেক্টর দিয়ে আলোর খেলা, সাউন্ড সিস্টেমসহ আধুনিক আরও অনুষঙ্গ।
এবারের সাকরাইনের সপ্তাহখানেক আগে থেকে ছিল প্রস্তুতি। সকাল থেকেই অনেক পর্যটক ভিড় জমায় এখানে। নতুন ঢাকাসহ নানা এলাকা থেকে মানুষ আসে পুরান ঢাকায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে পুরান ঢাকার গেন্ডারিয়া, লক্ষ্মীবাজার, বাংলা বাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, নারিন্দা, স্বামীবাগসহ পুরান ঢাকার বাসা-বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো শুরু হয়। দুপুর গড়িয়ে বিকেল এলে বাড়তে থাকে আকাশে ঘুড়ির রাজত্ব। গোধূলি লগ্ন থেকে শুরু হয় আতশবাজি ও ফানুশের ছড়াছড়ি। সন্ধ্যা গড়ালে বাড়তে থাকে আতশবাজি, সাউন্ড সিস্টেম ও নাচ-গানের পালা।
এবার ওমিক্রনের জন্য বিধিনিষেধ থাকলেও পুরান ঢাকায় বাসা-বাড়িগুলোর ছাদে, অলিগলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। কাউকে করোনার বিধিনিষেধ মানতে দেখা যায়নি।
পুরান ঢাকার নারিন্দার বাসিন্দা মনির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাকরাইন আমাদের ঐতিহ্যবাহী একটি উৎসব। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে আমরা এই উৎসব পালন করি। এবারও আমাদের বাড়ির ছাদে এ আয়োজন করা হয়েছে। বন্ধুরা মিলে ঘুড়ি ওড়ানো, আতশবাজি ফোটানোর মাধ্যমে অনেক আনন্দ করেছি।’
নতুন ঢাকা থেকে ঘুরতে আসা মুজিব বলেন, ‘প্রতি বছর আমরা সাকরাইন উৎসব দেখতে পুরান ঢাকায় আসি। সারা দিন ঘুড়ি ওড়ানো, সন্ধ্যায় আতশবাজি ফোটানো ও ডিজে গানের তালে নাচতে খুবই ভালো লাগে। তাই প্রতি বছর এই দিনটিতে ছুটে আসি।’
সার্বিক বিষয়ে পুরান ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গতকাল থেকেই ফানুশ ও আতশবাজি ফোটানোর ব্যাপারে প্রচার করেছি। তার পরিপ্রেক্ষিতে এবার আতশবাজি আগের মতো সে রকম হয় নাই। আর ফানুশ দেখাই যায়নি। ফ্যামিলি প্রোগ্রামগুলোও এবার সীমিত আকারে হচ্ছে।’ বাসার ছাদে প্রোগ্রামগুলো কতক্ষণ চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এবারের গান-বাজনার প্রোগ্রাম রাত সাড়ে ৮টার মধ্যে শেষ করার চেষ্টা করবে।’
সারা দিন কুয়াশাচ্ছন্ন, সূর্যের দেখা নেই আকাশে। পৌষের বিদায়ক্ষণে এমন আবহাওয়া দমিয়ে রাখতে পারেনি পুরান ঢাকাবাসীদের। প্রতিবারের মতো আজ শুক্রবার সাকরাইনে রঙিন হয়েছে পুরান ঢাকা। এবার নিষেধাজ্ঞা থাকলেও সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই বর্ণিল ফানুশ ও আতশবাজিতে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ।
সাকরাইন উৎসবকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকেই নানা আকারের অসংখ্য ঘুড়ি মেঘাচ্ছন্ন আকাশকেই রঙিন করে তুলেছিল। বাসায় বাসায় বসেছে পিঠাপুলির আসর। এ ছাড়া জমকালো আলোকসজ্জায় সজ্জিত বাড়ি-ঘরের ছাদে আগুন নিয়ে খেলা করতে দেখা গেছে তরুণদের।
ঐতিহ্যবাহী এই উৎসব ঘুড়ি উৎসব নামে পরিচিত হলেও বর্তমানে সাকরাইন উৎসবে যোগ হয়েছে আতশবাজি, মুখে কেরোসিন নিয়ে মুখের সামনে আগুনের মশাল ধরে আগুন খেলা। যুক্ত হয়েছে ডিজে নাচ, প্রজেক্টর দিয়ে আলোর খেলা, সাউন্ড সিস্টেমসহ আধুনিক আরও অনুষঙ্গ।
এবারের সাকরাইনের সপ্তাহখানেক আগে থেকে ছিল প্রস্তুতি। সকাল থেকেই অনেক পর্যটক ভিড় জমায় এখানে। নতুন ঢাকাসহ নানা এলাকা থেকে মানুষ আসে পুরান ঢাকায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে পুরান ঢাকার গেন্ডারিয়া, লক্ষ্মীবাজার, বাংলা বাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, নারিন্দা, স্বামীবাগসহ পুরান ঢাকার বাসা-বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানো শুরু হয়। দুপুর গড়িয়ে বিকেল এলে বাড়তে থাকে আকাশে ঘুড়ির রাজত্ব। গোধূলি লগ্ন থেকে শুরু হয় আতশবাজি ও ফানুশের ছড়াছড়ি। সন্ধ্যা গড়ালে বাড়তে থাকে আতশবাজি, সাউন্ড সিস্টেম ও নাচ-গানের পালা।
এবার ওমিক্রনের জন্য বিধিনিষেধ থাকলেও পুরান ঢাকায় বাসা-বাড়িগুলোর ছাদে, অলিগলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। কাউকে করোনার বিধিনিষেধ মানতে দেখা যায়নি।
পুরান ঢাকার নারিন্দার বাসিন্দা মনির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাকরাইন আমাদের ঐতিহ্যবাহী একটি উৎসব। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে আমরা এই উৎসব পালন করি। এবারও আমাদের বাড়ির ছাদে এ আয়োজন করা হয়েছে। বন্ধুরা মিলে ঘুড়ি ওড়ানো, আতশবাজি ফোটানোর মাধ্যমে অনেক আনন্দ করেছি।’
নতুন ঢাকা থেকে ঘুরতে আসা মুজিব বলেন, ‘প্রতি বছর আমরা সাকরাইন উৎসব দেখতে পুরান ঢাকায় আসি। সারা দিন ঘুড়ি ওড়ানো, সন্ধ্যায় আতশবাজি ফোটানো ও ডিজে গানের তালে নাচতে খুবই ভালো লাগে। তাই প্রতি বছর এই দিনটিতে ছুটে আসি।’
সার্বিক বিষয়ে পুরান ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গতকাল থেকেই ফানুশ ও আতশবাজি ফোটানোর ব্যাপারে প্রচার করেছি। তার পরিপ্রেক্ষিতে এবার আতশবাজি আগের মতো সে রকম হয় নাই। আর ফানুশ দেখাই যায়নি। ফ্যামিলি প্রোগ্রামগুলোও এবার সীমিত আকারে হচ্ছে।’ বাসার ছাদে প্রোগ্রামগুলো কতক্ষণ চলবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এবারের গান-বাজনার প্রোগ্রাম রাত সাড়ে ৮টার মধ্যে শেষ করার চেষ্টা করবে।’
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
১ সেকেন্ড আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৫ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩০ মিনিট আগে