কাজের খোঁজে ঢাকা এসে এখন খাবারের জন্য হাহাকার
ময়মনসিংহের ময়দর আলী ঢাকার নবাবপুরে এসেছিলেন কাজের সন্ধানে। স্বপ্ন ছিল ঢাকা থেকে রমজান মাসে মোটা অঙ্কের টাকা পাঠাবেন বাড়িতে। সে টাকায় ছেলেমেয়ে, স্ত্রীর কষ্ট লাঘব হবে। ঈদের সময় বাড়িতে নিয়ে যাবেন নতুন জামাকাপড়। সেই স্বপ্ন এখন শুধুই কষ্টকল্পনা। শুধু ময়দর আলী নন, করোনার কারণে আয়–রোজগারের স্বপ্ন নিয়ে ঢাকা