Ajker Patrika

আরমানিটোলার আগুন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেল পাঁচজন

নিজস্ব প্রতিবেদক
আরমানিটোলার আগুন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেল পাঁচজন

ঢাকা: আরমানিটোলায় আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আরও পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

রোববার (২৫এপ্রিল) দুপুরে পাঁচজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তারা হলেন মৃত শাফায়াতের বাবা দেলোয়ার হোসেন(৫৫), মা লায়লা বেগম(৪৫), ভাই শাকির  হোসেন(৩০) শাফায়াতের স্ত্রী মিলি আক্তার (২৩) ও দুই বছরের মেয়ে ইয়াশফা।

ডা.পার্থ শংকর বলেন, আরমানিটোলার আগুনের ঘটনায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪ জন। এর মধ্যে আইসিইউতে আছে চারজন। এইচ ডিইউতে আছে একজন। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে ৯ জন।

হাসপাতাল থেকে ছুটি পাওয়া মৃত শাফায়াতের ভাই শাকির হোসেন জানায়, সকালে বড় ভাই মারা গেছে। আমরা সবাই হাসপাতালে ভর্তি।  আমরা না গেলে দাফনের কেউ নাই। বাবা সুস্থ আছেন। কিন্তু মা কিছুটা দুর্বল আছে। ছেলের মৃত্যুর খবরে হাসপাতালে আর থাকবে না।

শাকির জানায়, হাসপাতাল ও আইনি প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের মৃতদেহ গ্রামের বাড়ি চট্রগ্রামের মিরসরাইয়া নিয়ে যাব।

প্রসঙ্গত, পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনে রাসায়নিকের গুদামে গত বৃহস্পতিবার সেহরির সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু এবং অন্তত ১৭ জন আহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত