Ajker Patrika

‘পুরান ঢাকার মানুষ বোমার ওপর বাস করছে’ 

নিজস্ব প্রতিবেদক
‘পুরান ঢাকার মানুষ বোমার ওপর বাস করছে’ 

ঢাকা: পুরান ঢাকার মানুষ বোমার ওপর বসবাস করছে। সবাই এই সত্যটি জানলেও দায়িত্বশীলরা এখনও এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) পুরান ঢাকার আরমানিটোলার অগ্নিকাণ্ডে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স(বিআইপি)।    

আরমানিটোলার ঘটনা কোন দুর্ঘটনা নয়। এটি ব্যবসায়ী, বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের অতি মুনাফা লাভের প্রবণতা এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব পালনে ব্যর্থতার ফল।

পুরান ঢাকাসহ আশপাশের এলাকায় যেসব বিপজ্জনক রাসায়নিক পদার্থের মজুদ আছে তা যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। নিমতলী ও চুড়িহাট্টার ঘটনার পরও কেন কেমিকেল গুদাম সরানো যায়নি তার সুস্পষ্ট তদন্ত প্রয়োজন।    

পুরান ঢাকার রাসায়নিক গুদাম ও কারখানাগুলোর অধিকাংশই ইমারত নির্মাণ বিধিমালা ও আদর্শগত মান অনুসরণ করে নির্মিত হয়নি।পাশাপাশি পুরান ঢাকায় বর্তমান পরিকল্পনা অনুসারে মিশ্র ব্যবহারের মানদণ্ড অনুসারে একই ভবনে আবাসন ও বিপদজনক মিশ্র ব্যবহারের কোন অনুমোদন না থাকা স্বত্বেও এ ধরনের বিপদজনক সহবাস দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা এ ব্যাপারে বারবার সংশ্লিষ্ট কর্তপক্ষকে অবগত করলেও তারা আমাদের কথায় কর্ণপাত করছে না। এর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

পুরান ঢাকার অনেক বাড়ির মালিক অধিক মুনাফা লাভের আশায় অনুমোদনহীনভাবে রাসায়নিক গুদাম ও কারখানাকে ভাড়া দিচ্ছে। অথচ তাদের অনেকেই এখন এলাকা পরিবর্তন করে পরিকল্পিত এলাকায় ঝুঁকিমুক্ত ভবনে বসবাস করছে। এই ভবন মালিকদের অচিরেই আইনের আওতায় না আনা হলে এই সংস্কৃতি চলতেই থাকবে।

বিপদজনক রাসায়নিক গুদামসমূহকে দ্রুত সরকারি-বেসরকারি শিল্প এলাকায় স্থানান্তর এবং তুলনামূলক কম বিপদজনক রাসায়নিক গুদামকে পুরান ঢাকার সু্নির্দিষ্ট কিছু ভবনের মধ্যে স্থানান্তর করে আশু ঝূঁকি কমানোর পরামর্শ দেয় বিআইপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত