Ajker Patrika

ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯: ৫৯
ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে ঠেলাগাড়ির নিচে পড়ে সাইফুল ইসলাম নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে ইসলামবাগ আলীরঘাট বাসার সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সাইফুলের মা লিপি বেগম আজকের পত্রিকাকে জানায়, তাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। সাইফুলের বাবার নাম শিপন মৃধা। এক ছেলে দুই মেয়েকে নিয়ে ইসলামবাগ আলীরঘাট একটি চারতলা বাড়ির ৩য় তলায় ভাড়া থাকেন তাঁরা। 

লিপি বেগম আরও জানান, ব্যবসার কাজে সাইফুলের বাবা গ্রামের বাড়িতে গেছেন। সন্তানদের নিয়ে দুপুরে বাসাতেই ছিলেন তিনি। আজ এলাকাতে একটি অনুষ্ঠানের দাওয়াত ছিল তাঁদের সবার। দুপুরে তিনি গোসলখানায় গোসল করছিলেন। এ সময় মেয়ে দিয়া মনি (৯) সাইফুলকে নিয়ে অনুষ্ঠানে যেতে বের হয়। কিছুক্ষণ পর তিনি গোসলখানা থেকে বের হয়ে তাঁদের বাসায় দেখতে না পেয়ে রাস্তায় খুঁজতে যান। তখনই দেখতে পান আহত অবস্থায় পথচারীরা শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। 

শিপন মৃধার কারখানার কর্মচারী সিহাব হোসেন জানান, বাসার সামনের রাস্তাতে একটি বালু বোঝাই ঠেলাগাড়ির নিচে চাপা পড়েছিল শিশুটি। শিশুটিকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত