নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণার তৃতীয় দিনে পুরান ঢাকায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন কার্যক্রম। বিধিনিষেধের প্রথম দুই দিন পুরান ঢাকার ওয়ারী, বংশাল, রায়সাহেব বাজার ও লক্ষ্মীবাজার এলাকায় মানুষের উপস্থিতি তেমন চোখে না পড়লেও আজ সরব উপস্থিতি দেখা গেছে।
আজ শনিবার সকালে অনেকেই বাহাদুরশাহ পার্ক এলাকায় ব্যায়াম করতে এসেছেন। দুপুরেও দেখা গেছে একই চিত্র। আশপাশের দোকানপাট বন্ধ থাকলেও মালিক ও কর্মচারীদের পার্কে বসে আড্ডা মারতে দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অলি-গলিতে ঘুরতে বেরিয়েছেন অনেকেই।
পুরান ঢাকার ধোলাইখালের একটি মোটর–পার্টসের দোকানে কাজ করেন মোহাম্মদ মেহেদী। তাঁর কাছে পার্কে ঘুরতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'দোকান বন্ধ। বাসায় খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নাই। আমরা সারা দিন বাইরে থাকতে অভ্যস্ত। সারা দিন ঘরে বন্দী থাকা কীভাবে সম্ভব। দোকান খুললে পুলিশকে প্রতিবার ২০০ থেকে ৩০০ টাকা দেওয়া লাগে। কিন্তু কাস্টমারতো নাই, তাই দোকান বন্ধ, আর আমি এখানে।'
এই এলাকায় পুলিশের উপস্থিতি দেখা গেলেও কোনো রকম ধড়-পাকড় নেই। তবে মানুষের উপস্থিতি বাড়লেও আগের মতো ভাড়া পাচ্ছেন না রিকশা চালকেরা। তাঁরা জানান, মানুষ কিছুটা বাইরে আসলেও কোথাও যায় না, ঘুরতেই বাহির হয়। যেখানে অফিস-মার্কেট সব বন্ধ সেখানে মানুষ আর যাবেই বা কোথায়।
টাঙ্গাইল থেকে ঢাকায় আসা রিকশা চালক হানিফ আজকের পত্রিকাকে বলেন, 'গ্রামের বাড়িতে দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে আমার সংসার। এখন থাকি সায়েদাবাদে। যেখানে খাওয়া বাবদ প্রতিদিন ১২০ টেহা দিতে হয়। পাশাপাশি রিকশার মহাজনকে দেওয়া লাগে ১২০ টেহা। দুপুর পর্যন্ত কামাই করলাম শুধু ৫০ টেহা। সরকার রিকশা চালানোর সুযোগ দিছে ঠিকই কিন্তু মানুষ না থাকলে ইনকাম হইব কই থেইকা।
দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণার তৃতীয় দিনে পুরান ঢাকায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন কার্যক্রম। বিধিনিষেধের প্রথম দুই দিন পুরান ঢাকার ওয়ারী, বংশাল, রায়সাহেব বাজার ও লক্ষ্মীবাজার এলাকায় মানুষের উপস্থিতি তেমন চোখে না পড়লেও আজ সরব উপস্থিতি দেখা গেছে।
আজ শনিবার সকালে অনেকেই বাহাদুরশাহ পার্ক এলাকায় ব্যায়াম করতে এসেছেন। দুপুরেও দেখা গেছে একই চিত্র। আশপাশের দোকানপাট বন্ধ থাকলেও মালিক ও কর্মচারীদের পার্কে বসে আড্ডা মারতে দেখা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অলি-গলিতে ঘুরতে বেরিয়েছেন অনেকেই।
পুরান ঢাকার ধোলাইখালের একটি মোটর–পার্টসের দোকানে কাজ করেন মোহাম্মদ মেহেদী। তাঁর কাছে পার্কে ঘুরতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'দোকান বন্ধ। বাসায় খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নাই। আমরা সারা দিন বাইরে থাকতে অভ্যস্ত। সারা দিন ঘরে বন্দী থাকা কীভাবে সম্ভব। দোকান খুললে পুলিশকে প্রতিবার ২০০ থেকে ৩০০ টাকা দেওয়া লাগে। কিন্তু কাস্টমারতো নাই, তাই দোকান বন্ধ, আর আমি এখানে।'
এই এলাকায় পুলিশের উপস্থিতি দেখা গেলেও কোনো রকম ধড়-পাকড় নেই। তবে মানুষের উপস্থিতি বাড়লেও আগের মতো ভাড়া পাচ্ছেন না রিকশা চালকেরা। তাঁরা জানান, মানুষ কিছুটা বাইরে আসলেও কোথাও যায় না, ঘুরতেই বাহির হয়। যেখানে অফিস-মার্কেট সব বন্ধ সেখানে মানুষ আর যাবেই বা কোথায়।
টাঙ্গাইল থেকে ঢাকায় আসা রিকশা চালক হানিফ আজকের পত্রিকাকে বলেন, 'গ্রামের বাড়িতে দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে আমার সংসার। এখন থাকি সায়েদাবাদে। যেখানে খাওয়া বাবদ প্রতিদিন ১২০ টেহা দিতে হয়। পাশাপাশি রিকশার মহাজনকে দেওয়া লাগে ১২০ টেহা। দুপুর পর্যন্ত কামাই করলাম শুধু ৫০ টেহা। সরকার রিকশা চালানোর সুযোগ দিছে ঠিকই কিন্তু মানুষ না থাকলে ইনকাম হইব কই থেইকা।
দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৬ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
৯ মিনিট আগেপথসভায় এলাকা জ্বালিয়ে দেওয়ার বক্তব্যের জেরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেন তাঁরা।
১২ মিনিট আগেআদালতের আদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই সহকারী কমিশনারকে (ভূমি) ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
১৯ মিনিট আগে