ভালো চিকিৎসক হতে চাইলে
মেডিকেলের একজন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস, পরীক্ষা, টিউটোরিয়াল—এসবের প্রতি গুরুত্ব দিতে হবে। নিয়মিত ক্লাসে যা পড়ানো হয়, সেগুলো পড়ে ফেলতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে মেডিকেলের পার্থক্যটা মূলত এই জায়গায়। আমাদের যেসব শিক্ষার্থী বাইরে থাকে, তাদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।