Ajker Patrika

চুল বেশি ঝরলে হেয়ার বোটক্স করা হয়

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২৩, ১৬: ২৯
চুল বেশি ঝরলে হেয়ার বোটক্স করা হয়

প্রশ্ন: অনেকে হেয়ার বোটক্স করেন। এতে নাকি চুলের নিষ্প্রভ ভাব চলে যায় এবং চুলের জেল্লা বাড়ে। 
হেয়ার বোটক্স কী, এর উপকারিতা কেমন, কীভাবে করা হয়? একটু জানালে উপকৃত হতাম।
রেহানা পারভীন, ঢাকা

উওর: চুলের আগা ফেটে গেলে, রুক্ষ হয়ে গেলে এবং ­। ডার্মাটোলজিস্টরা টাক পড়ে গেলে বা চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে ন্যানো ইনজেকশনের মাধ্যমে হেয়ার বোটক্স ট্রিটমেন্ট করে থাকেন। অন্যদিকে স্যালনগুলোয় ইনজেকশন ছাড়াই হেয়ার বোটক্স করা হয়। নিশ্চয়ই জানেন যে কেরাটিন হচ্ছে একধরনের প্রোটিন, যা চুলের ফাইবার তৈরি করে। যখন চুলের কেরাটিন ক্ষতিগ্রস্ত হয়, তখন বোটক্স করে আমরা চুলে কেরাটিন দেওয়ার চেষ্টা করি। চুল যদি রং করার এবং রিবন্ডিং ও স্টাইলিং করার কারণে অনেক নিষ্প্রভ হয়ে যায়, সে ধরনের চুলে বোটক্স করা যেতে পারে। ১৫ থেকে শুরু করে সব বয়সীরাই হেয়ার বোটক্স করতে পারেন। সে ক্ষেত্রে বোটক্সের একধরনের ক্রিম রয়েছে, যেটা চুল ভালোভাবে পরিষ্কার করে তবেই লাগানো হয়। এরপর ক্রিমটি তুলে সেরাম লাগানো হয়। অনেকের ধারণা, বোটক্স করার পর চুল স্ট্রেইট হয়, কিন্তু এটা ভুল ধারণা। বোটক্স করানোর পর ৬০ শতাংশ চুল স্ট্রেইট হলেও শতভাগ হয় না। 

প্রশ্ন: আমার ঠোঁট খুবই সরু। এখন অনেকে ঠোঁট ফ্লাফি করেন। ঠোঁট পারমানেন্টলি পুরু করতে কী কী উপায় আছে? সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া কেমন?
নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম

উওর: সরু ঠোঁট পুরু করার প্রক্রিয়াকে লিপ ফিলার বলে। দক্ষ কোনো বিউটি এক্সপার্টের হাতে লিপ ফিলার করিয়ে নিতে পারলে ভালো। তবে লিপ ফিলার অনেক সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। তিন থেকে ছয় মাস থাকবে—এভাবে করা হয়। এরপর আবার নতুন করে রিটাচ করে নিতে হবে।

সে ক্ষেত্রে আগে ভালোভাবে দেখে নিতে হবে, যিনি লিপ ফিলার করে দেবেন, তিনি কতটা দক্ষ। পার্শ্বপ্রতিক্রিয়ার কথাটিও জানিয়ে রাখি।

অনেক সময় সুনিপুণভাবে করতে না পারার কারণে ঠোঁটের আকারে হেরফের হয়। এতে করে সৌন্দর্যহানিও ঘটে। তা ছাড়া লিপ ফিলার করানোর পরে ঠোঁট সব সময় টানতে থাকে। তাই ভালোভাবে ময়শ্চারাইজড রাখতে হবে এবং লিপ সেরাম ব্যবহার করতে হবে। 

প্রশ্ন: বলিরেখা দূর করতে ত্বকে কী ব্যবহার করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে কমতে পারে বলিরেখা। আঙুল দিয়ে বলিরেখার ওপর ভিটামিন ই অয়েল রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। ভিটামিন ই বার্ধক্যজনিত বলিরেখা রোধ করে। এটি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। এ ছাড়া অ্যালোভেরা জেল মুখের বলিরেখা দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের 
সঙ্গে ডিম মিশিয়ে আক্রান্ত জায়গায় ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমে। এই প্রক্রিয়া প্রতিদিন একবার অনুসরণ করুন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত