স্থানীয়দের গলার কাঁটা গণপূর্তের ২০ ভবন
পটুয়াখালী পৌর শহরে গণপূর্ত বিভাগের ২৬টি ভবন রয়েছে, যার মধ্যে ২০টি এখন পরিত্যক্ত। ৫০ বছর আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বসবাসের জন্য এসব ভবন নির্মাণ করা হলেও সেগুলো এখন বসবাসের অনুপযোগী, আর এগুলোতেই এখন চলছে নানা অপকর্ম। সন্ধ্যা গড়ালেই এসব পরিত্যক্ত ভবনে চলে মাদক সেবনের হিড়িক।