Ajker Patrika

টর্চলাইটের আলোয় সফল অস্ত্রোপচার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৪: ৫০
টর্চলাইটের আলোয় সফল অস্ত্রোপচার

পটুয়াখালীসহ পুরো দক্ষিণ অঞ্চলের মানুষ তখন ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে চিন্তিত। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ওই সময় বিদ্যুৎ নেই, এদিকে হাসপাতালের জেনারেটরও অকেজো। ঠিক সেই সময়ই টর্চলাইট আর মোবাইল ফোনের আলোয় জটিল এক অপারেশন সম্পন্ন করলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক।

গতকাল সোমবার দুপুরে সম্পন্ন ওই অপারেশনের একটি ছবি ফেসবুকে আপলোড করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

জানা যায়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতের সমস্যা বেশি দেখা যায়। এমন সময় অপারেশন থিয়েটারে জরায়ু অপারেশন শুরু করতে গেলে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এতে সাময়িক সময়ে অন্ধকার থাকলেও অপারেশন থিয়েটারে থাকা ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমান, ইন্টার্ন চিকিৎসক এবং নার্সসহ ডাক্তারদের মোবাইল ফোনের লাইট ও একটি টর্চলাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালি ফেটে গিয়ে পেটের মধ্যে ব্লিডিং হচ্ছিল এবং তিনি শকে চলি গিয়েছিলেন। এ কারণেই দ্রুত অপারেশন করা।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, জেনারেটর চেয়ে আবেদন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত