পটিয়ায় চার গ্রামের পানিসংকট নিরসনে গণশুনানি
পটিয়া থানার ৮ দশমিক ৮ বর্গ কিলোমিটার আয়তনের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চার গ্রামের (হুলাইন, হাবিলাসদ্বীপ, চরকানাই, পাঁচুরিয়া) প্রায় ৩০ হাজার মানুষ পানীয় জলের তীব্র সংকটের মুখে পড়েছে। আশপাশের গ্রামেও এর প্রভাব পড়তে শুরু করেছে।