Ajker Patrika

সভাপতির পদ সাময়িক স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ২৪
সভাপতির পদ সাময়িক স্থগিত

স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। গত শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁর সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, ‘আমরা তো দল করি। দল করতে গিয়ে অনেক ভুল–ত্রুটি হতে পারে। আমার ব্যাপারে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমি মাথা পেতে নিলাম। এ সুযোগে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারব। আমি আশা করছি, দল আবারও আমাকে সুযোগে দেবে।’

সাইফুদ্দীন সালাম মিঠু আরও বলেন, ‘আমাকে দল ১৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। আমি ২৩ নভেম্বর জবাব দিয়েছি। দল আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন তা আমার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হবে।’

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, সাইফুদ্দীন সালাম মিঠু সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত ছিলেন। তাঁকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। কিন্তু তাঁর জবাবটি সন্তোষজনক না হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাঁর সভাপতির পদটি সাময়িকভাবে স্থগিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত