Ajker Patrika

পটিয়ায় চার গ্রামের পানিসংকট নিরসনে গণশুনানি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১: ৫৩
পটিয়ায় চার গ্রামের পানিসংকট নিরসনে গণশুনানি

পটিয়ায় চার গ্রামের পানি সংকট নিরসনের জন্য  হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ আইনজীবী সমিতি বেলা ও এএলআরডির উদ্যোগে ব্র্যাক সেন্টারে আজ বৃহস্পতিবার সকালে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

পটিয়া থানার ৮ দশমিক ৮ বর্গ কিলোমিটার আয়তনের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চার গ্রামের (হুলাইন, হাবিলাসদ্বীপ, চরকানাই, পাঁচুরিয়া) প্রায় ৩০ হাজার মানুষ পানীয় জলের তীব্র সংকটের মুখে পড়েছে। আশপাশের গ্রামেও এর প্রভাব পড়তে শুরু করেছে। শিল্পায়নের কারণে একটি গ্রামের ভেতর দিয়ে বহমান তিনটি খালের পানি (আলম খাল, বোয়ালখালী খাল ও গরু লোটা খাল) মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানগুলো অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করায় টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। 

এ নিয়ে ২০১৫ সালে হাইকোর্টে জনস্বার্থে রিট করে বেলা। হাইকোর্ট আটটি শিল্প-কারখানাকে গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন বন্ধ এবং কারখানার বর্জ্য খালে ফেলা থেকে বিরত থাকার জন্য রুল নিশিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ২০১৯ সালের ২৮ নভেম্বর চূড়ান্ত রায়ে নয়টি সরকারি বিভাগ/অফিসকে ওই এলাকায় নিয়মিত খাওয়ার পানি ও গৃহস্থালি পানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়। সংকটাপন্ন চার গ্রামকে ‘পানি সংকট এলাকা’ ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া হাইকোর্টের রায়ে পরিবেশ অধিদপ্তর, ঢাকা ও চট্টগ্রাম অফিসকে সংকট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিল্প কারখানার ছাড়পত্র ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়। 

আজ গণশুনানিতে বক্তারা পানির তীব্র সংকট এবং খালের পানি দূষণের চিত্র তুলে ধরে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় পুনরায় মামলা করে দাবি আদায়ের জন্য বেলার প্রতি আহ্বান জানানো হয়। 

বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের সভাপতিত্বে শুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বেলা প্রতিনিধি মামুনুর রশিদ, পরিবেশ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াসার প্রতিনিধিরা। আরও বক্তব্য রাখেন, মুজিবুর রহমান খান, জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী, কলামিস্ট মুহাম্মদ মুসা খান,   ক্যাবের বিভাগীয় সমন্বয়ক এসএম নাজের হোসাইন,  আহমদ নবী চৌধুরী, এসএম ইউসুফ,   বিপ্লব দাস গুপ্ত,  আমেনা বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত