Ajker Patrika

পটিয়ায় কারা পাবেন নৌকা, জানা যাবে আজ

পটিয়া প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ৩০
পটিয়ায় কারা পাবেন নৌকা, জানা যাবে আজ

চট্টগ্রামের পটিয়ায় ১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বইছে ভোটের হাওয়া। প্রার্থীরা রয়েছেন সরব। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। গ্রামের ও হাটবাজারে চলছে প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আজ মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, চতুর্থ ধাপে পটিয়া উপজেলার আশিয়া, কাশিয়াইশ, বড়লিয়া, জঙ্গলখাইন, কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, জিরি, ছনহরা, ভাটিখাইন, কচুয়াই, খরনা, ধলঘাট, কেলিশহর, দক্ষিণ ভূর্ষি, হাইদগাঁও, শোভনদন্ডী ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এর মধ্যে কুসুমপুরা ও হাবিলাসদ্বীপ ইউপিতে ভোটগ্রহণ হবে ইভিএম–এ।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল করা যাবে। প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর।

সূত্রে জানা গেছে, অধিকাংশ মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থী রাজধানী ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া উপজেলা ও জেলার নেতাদের সঙ্গে লবিং করার চেষ্টা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত