ধর্মশালায় ‘ডাচ রূপকথা’ ফিরতে দেবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক
বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতেছে দক্ষিণ আফ্রিকা, হেরেছে নেদারল্যান্ডস। দুই দলের বিপরীতমুখী ফর্মের কথা বাদ দিলেও শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্যে ডাচদের চেয়ে যোজন যোজন এগিয়ে প্রোটিয়ারা। তাই অসম দুই দলের লড়াইয়ের আগে কে জিতবে, সেই প্রশ্ন তোলা অনেকটাই অবান্তর!