গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। ১০ মাস পর আরও একটি আইসিসি ইভেন্টে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হয়েছে ঠিকই। তবে বৃষ্টির বাধায় এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়ারা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তাব্রেইজ শামসির পরিবর্তে এসেছেন জেরাল্ড কোয়েটজি। কোয়েটসির সঙ্গে লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা এই দুই পেসার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম। অধিনায়ক বাভুমার সঙ্গে ওপেনিং করবেন কুইন্টন ডি কক।
নেদারল্যান্ডসের একাদশেও একটি পরিবর্তন। রায়ান ক্লেইনের জায়গায় এসেছেন পেসার লোগান ফন বিক। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার।
স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
বাংলাদেশ সময় বেলা ২টায় টস হয়ে আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় টস হয়েছে বেলা ৩টা ২ মিনিটে। সাড়ে তিনটা থেকে শুরু হয়ে পুরো ৫০ ওভার খেলার কথা ছিল। তবে এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
নেদাল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। ১০ মাস পর আরও একটি আইসিসি ইভেন্টে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হয়েছে ঠিকই। তবে বৃষ্টির বাধায় এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়ারা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তাব্রেইজ শামসির পরিবর্তে এসেছেন জেরাল্ড কোয়েটজি। কোয়েটসির সঙ্গে লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা এই দুই পেসার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম। অধিনায়ক বাভুমার সঙ্গে ওপেনিং করবেন কুইন্টন ডি কক।
নেদারল্যান্ডসের একাদশেও একটি পরিবর্তন। রায়ান ক্লেইনের জায়গায় এসেছেন পেসার লোগান ফন বিক। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার।
স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
বাংলাদেশ সময় বেলা ২টায় টস হয়ে আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় টস হয়েছে বেলা ৩টা ২ মিনিটে। সাড়ে তিনটা থেকে শুরু হয়ে পুরো ৫০ ওভার খেলার কথা ছিল। তবে এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
নেদাল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৭ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে