ক্রীড়া ডেস্ক
২০২৩ বিশ্বকাপে ১০ দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কারই জয় পাওয়া বাকি। সেই অধরা জয়ের লক্ষ্যে লঙ্কানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ধর্মশালায় কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে রূপকথার গল্প লিখেছিল নেদারল্যান্ডস। আগের ম্যাচের একাদশ নিয়েই ডাচরা আজ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটো দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পেসার লাহিরু কুমারার বদলে এসেছেন আরেক পেসার কাসুন রাজিথা। আর বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বদলে এসেছেন লেগস্পিনার দুশান হেমন্ত। হেমন্তর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা—এ দুই স্পিন বোলিং অলরাউন্ডারও থাকছেন। অন্যদিকে রাজিথার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও চামিকা করুণারত্নে।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুশান হেমন্ত, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
নেদারল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
২০২৩ বিশ্বকাপে ১০ দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কারই জয় পাওয়া বাকি। সেই অধরা জয়ের লক্ষ্যে লঙ্কানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ধর্মশালায় কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে রূপকথার গল্প লিখেছিল নেদারল্যান্ডস। আগের ম্যাচের একাদশ নিয়েই ডাচরা আজ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটো দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পেসার লাহিরু কুমারার বদলে এসেছেন আরেক পেসার কাসুন রাজিথা। আর বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বদলে এসেছেন লেগস্পিনার দুশান হেমন্ত। হেমন্তর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা—এ দুই স্পিন বোলিং অলরাউন্ডারও থাকছেন। অন্যদিকে রাজিথার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও চামিকা করুণারত্নে।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুশান হেমন্ত, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
নেদারল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে