২০২৩ বিশ্বকাপে ১০ দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কারই জয় পাওয়া বাকি। সেই অধরা জয়ের লক্ষ্যে লঙ্কানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ধর্মশালায় কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে রূপকথার গল্প লিখেছিল নেদারল্যান্ডস। আগের ম্যাচের একাদশ নিয়েই ডাচরা আজ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটো দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পেসার লাহিরু কুমারার বদলে এসেছেন আরেক পেসার কাসুন রাজিথা। আর বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বদলে এসেছেন লেগস্পিনার দুশান হেমন্ত। হেমন্তর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা—এ দুই স্পিন বোলিং অলরাউন্ডারও থাকছেন। অন্যদিকে রাজিথার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও চামিকা করুণারত্নে।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুশান হেমন্ত, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
নেদারল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
২০২৩ বিশ্বকাপে ১০ দলের মধ্যে একমাত্র শ্রীলঙ্কারই জয় পাওয়া বাকি। সেই অধরা জয়ের লক্ষ্যে লঙ্কানরা আজ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ধর্মশালায় কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে রূপকথার গল্প লিখেছিল নেদারল্যান্ডস। আগের ম্যাচের একাদশ নিয়েই ডাচরা আজ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে। ডাচদের নেতৃত্ব, উইকেটরক্ষক—দুটো দায়িত্বই সামলাবেন এডওয়ার্ডস। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পেসার লাহিরু কুমারার বদলে এসেছেন আরেক পেসার কাসুন রাজিথা। আর বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের বদলে এসেছেন লেগস্পিনার দুশান হেমন্ত। হেমন্তর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা—এ দুই স্পিন বোলিং অলরাউন্ডারও থাকছেন। অন্যদিকে রাজিথার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও চামিকা করুণারত্নে।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুশান হেমন্ত, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা
নেদারল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
১ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৩ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪ ঘণ্টা আগে