Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিচ্ছে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিচ্ছে নেদারল্যান্ডস

এক দিন আগে আফগানিস্তানের কাছে হেরে চলতি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে ইংল্যান্ড। আজ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিচ্ছে নেদারল্যান্ডস। ডাচদের দেওয়া ২৪৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮৯ রানেই ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যে একবার অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। আজ আরেকটি অঘটনা থেকে বাঁচতে প্রোটিয়াদের কঠিন লড়াই করতে হবে। ৫ উইকেট হারিয়ে কঠিন চাপে তারা। ষষ্ঠ উইকেটে ডেভিড মিলার ও মার্কো ইয়ানসেন চেষ্টা করছেন বিপর্যয় কাটিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে। 

এ প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪.২ ওভারে ৫ উইকেটে ১০৮ রান। মিলার ২৭ ও ইয়ানসেন ৮ রানে অপরাজিত আছেন। 

এর আগে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটি এবং লোয়ার অর্ডারের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকার সামনে ২৪৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে নেদারল্যান্ডস। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই ঘণ্টা পরে শুরু হয় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচ। অর্থাৎ আড়াইটার ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয়। ডিএলএস মেথডে ম্যাচের পরিধিও কমে আসে ৪৩ ওভারে। আবহাওয়া ও কন্ডিশন বিবেচনায় টস জিতে নেদারল্যান্ডসকে আগেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। 

পেস বোলাররাও পাচ্ছিলেন উইকেট থেকে গতির সহায়তা। কাগিসো রাবাদা-মার্কো ইয়ানসেনরা গতির ঝড়ে শুরুতেই এলোমেলো করে দেন নেদারল্যান্ডসের টপ অর্ডার। ডাচদের ৫০ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন প্রোটিয়া বোলাররা। 

দুই ওপেনার—বিক্রমজিত সিংহ ২ ও ম্যাক্স ও’ডাউড ফেরেন ১৮ রানে। তিন নম্বরে নেমে কলিন আকেরম্যান ১২ এবং চারে নেমে ২ রানে আউট হয়েছেন গুরুত্বপূর্ণ ব্যাটার বাস ডি লিড। তখন ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দুই শ রান করাও যেন কঠিন ব্যাপার ছিল নেদারল্যান্ডসের। দ্রুত উইকেট হারিয়ে রান তোলার হারও কমে আসে ডাচদের। 

পঞ্চম উইকেটে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও তেজা নিদামানুরু চাপ সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের জুটি বড় হতে দেননি লুঙ্গি এনগিদি। এঙ্গেলব্রেখটকে ক্যাচে ফিরিয়ে ৩১ বলে ৩২ রানের জুটি ভাঙেন এই পেসার। ষষ্ঠ উইকেটে নিদামানুরুকে নিয়ে ৩০ রানের জুটি গড়েছিলেন এডওয়ার্ডস। ২৭ তম ওভারে নিদামানুরুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ইয়ানেসন। তখন ডাচদের স্কোর ৬ উইকেটে মাত্র ১১২ রান। 

তবে লোয়ার অর্ডার ব্যাটারদের সঙ্গে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন এডওয়ার্ডস। সপ্তম উইকেটে লোগান ফন বিকের সঙ্গে ২৮ রানের আরেকটি জুটি গড়েন ডাচ অধিনায়ক। ১০ রানে বিককে ফিরিয়ে ব্রেকথ্রু দেন কেশভ মহারাজ। 

এরপর রীতিমতো ঝড় তোলেন ডাচ ব্যাটাররা। অষ্টম উইকেটে রোয়েলফ ফন ডান মারউইকে নিয়ে ৩৭ বলে ৬৪ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন এডওয়ার্ডস। ১৯ বলে ২৯ রান করে ফেরেন মারউই। তবে অসাধারণ ব্যাটিংয়ে ১৪ তম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন এডওয়ার্ডস। 

নবম উইকেটে আরিয়ান দত্তকে নিয়ে ১৯ বলে ৪১ রানের আরেকটি দুর্দান্ত জুটি গড়েছিলেন এডওয়ার্ডস। ৯ বলে ৩ ছক্কায় ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের সম্মানজনক স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরিয়ান। ৬৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছয়ের বাউন্ডারি। শেষ ৯.১ ওভারে ১০৫ রান তোলে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ইয়ানসেন, রাবাদা ও এনগিদি ২টি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত