ডাচ রূপকথা লেখা হয়ে গেছে আগেই। এই বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তো তাদের হাতে। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামানো কী সহজ কথা! আজ কি আরেকটি কমলানাচন দেখাতে পারবে নেদারল্যান্ডস? শ্রীলঙ্কা বলে এমন আশা করতে পারে ডাচরা।
এক যুগ আগের পরাক্রমশালী লঙ্কানরা এখন নখদন্তহীন সিংহ! নেদারল্যান্ডস মাঠে নামতে পারে ‘প্রতিশোধ’ শব্দটিও মাথায় রেখে। দুই দলই বিশ্বকাপে এসেছে বাছাইপর্ব পেরিয়ে। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর তারা হারারেতে মুখোমুখি হয় ফাইনালে। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা জেতা হয়নি নেদারল্যান্ডসের।
এবার লক্ষ্ণৌতে জিততে হলে সেই বোলিং ইউনিটই বড় ভরসা ডাচদের। হিমাচলে প্রোটিয়াদের তারা ঘায়েল করেছিল বোলিংয়ে। আর ব্যাটিংটা দুর্দান্ত হলেও প্রথম দুই ম্যাচে তিন শতাধিক রান করেও হারতে হয়েছে লঙ্কানদের। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিংয়ে ভালো শুরুর পর হার, চতুর্থ ম্যাচে এসে কি জয়ে ফিরতে পারবেন কুশল মেন্ডিসরা?
ফিকে হয়ে আসা সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে শ্রীলঙ্কাকে। নেদারল্যান্ডসের সামনেও একই সমীকরণ। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারালে সেটি আর ‘অঘটন’ হবে না বলে মনে করেন তেজা নিদামানুরু। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছেন, ‘আমরা বাছাইয়ে দুটি ম্যাচে খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা কঠোর পরিশ্রম করেছি, যাতে ভালো খেলি এবং জিততে পারি। সত্যি বলতে, এটাকে আমি অঘটন বলব না।’
এর আগে ডাচদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলে প্রতিটিতে জিতেছে লঙ্কানরা।
ডাচ রূপকথা লেখা হয়ে গেছে আগেই। এই বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তো তাদের হাতে। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামানো কী সহজ কথা! আজ কি আরেকটি কমলানাচন দেখাতে পারবে নেদারল্যান্ডস? শ্রীলঙ্কা বলে এমন আশা করতে পারে ডাচরা।
এক যুগ আগের পরাক্রমশালী লঙ্কানরা এখন নখদন্তহীন সিংহ! নেদারল্যান্ডস মাঠে নামতে পারে ‘প্রতিশোধ’ শব্দটিও মাথায় রেখে। দুই দলই বিশ্বকাপে এসেছে বাছাইপর্ব পেরিয়ে। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর তারা হারারেতে মুখোমুখি হয় ফাইনালে। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা জেতা হয়নি নেদারল্যান্ডসের।
এবার লক্ষ্ণৌতে জিততে হলে সেই বোলিং ইউনিটই বড় ভরসা ডাচদের। হিমাচলে প্রোটিয়াদের তারা ঘায়েল করেছিল বোলিংয়ে। আর ব্যাটিংটা দুর্দান্ত হলেও প্রথম দুই ম্যাচে তিন শতাধিক রান করেও হারতে হয়েছে লঙ্কানদের। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাটিংয়ে ভালো শুরুর পর হার, চতুর্থ ম্যাচে এসে কি জয়ে ফিরতে পারবেন কুশল মেন্ডিসরা?
ফিকে হয়ে আসা সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে শ্রীলঙ্কাকে। নেদারল্যান্ডসের সামনেও একই সমীকরণ। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারালে সেটি আর ‘অঘটন’ হবে না বলে মনে করেন তেজা নিদামানুরু। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছেন, ‘আমরা বাছাইয়ে দুটি ম্যাচে খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা কঠোর পরিশ্রম করেছি, যাতে ভালো খেলি এবং জিততে পারি। সত্যি বলতে, এটাকে আমি অঘটন বলব না।’
এর আগে ডাচদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলে প্রতিটিতে জিতেছে লঙ্কানরা।
প্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২৮ মিনিট আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে