Ajker Patrika

ডাচদের হারিয়ে লঙ্কানদের প্রথম জয়

ডাচদের হারিয়ে লঙ্কানদের প্রথম জয়

উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল নেদারল্যান্ডস। এ বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তাদের হাতে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তেজা নিদামানুরু বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছিলেন, লঙ্কানদের বিপক্ষে জিতলে সেটিকে অঘটন বলতে চান না তিনি। 

তবে লক্ষ্নৌতে চমক দেখানো কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। দেখাতে পারেনি কমলা-নাচন। ডাচদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল শ্রীলঙ্কা। ১০ বল হাতে রেখে ডাচদের ৫ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন কুশল মেন্ডিসরা। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামনে লড়াকু স্কোরই পেয়েছিল নেদারল্যান্ডস। মিডল-অর্ডারের দৃঢ়তায় পায় ২৬২ রানের সংগ্রহ। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ডাচরা। গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে। ডাচরা প্রথম উইকেট বিক্রমজিৎ সিংকে হারায় দলীয় ৭ রানে। সেখান দিলশান মধুশঙ্ক ও কাসুন রাজিতার তোপে ৯১ রান করতেই নেই ৬ উইকেট। 

এরপরই সপ্তম উইকেটে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন ভিকের ১৪৩ বলে ১৩০ রানের জুটি। মধুশঙ্কের বলে বোল্ড হওয়ার আগে এঙ্গেলব্রেশট করেন ৭০ রান। দলীয় ২৫২ রানে রাজিতার বলে ফেরেন ফেরেন ফন ভিকও। ৫৯ রান করেন তিনি। মধুশঙ্ক ও রাজিতা দুজনেই নিয়েছেন সমান ৪ উইকেট। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার কুশল পেরেরা (৪) ফিরলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৪)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। তার আগে বিদায় নেন অধিনায়ক মেন্ডিস (১১)। 

দুশান হেমন্তকে (৪) নিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। লঙ্কানদের জয় এনে দেওয়ার পথে চারিত আসালাঙ্কার (৪৪) সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ৩ উইকেট নিলেও লঙ্কানদের মনে ভয় ধরাতে পারেননি আরিয়ান দত্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত