‘সাদা পোশাকে নিজেদের ডাক্তার মনে হয়’
গায়ে সাদা অ্যাপ্রোন। হাতে ওজন মাপার যন্ত্র, উচ্চতা মাপার স্কেল বা ফিতা ও দৃষ্টিশক্তি পরীক্ষার চার্ট (আই চার্ট) নিয়ে একদল খুদে চিকিৎসক ছুটছে প্রতিটি শ্রেণিকক্ষে। তাদের মধ্যে কেউ নাম তালিকাভুক্ত করছে, কেউ ওজন মাপছে, কেউ মাপছে উচ্চতা আবার কেউ দৃষ্টিশক্তি পরীক্ষা করছে।