Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে অভিযুক্তের পরিবারের হামলার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বাড়িতে অভিযুক্তের পরিবারের হামলার অভিযোগ

স্কুল ও কোচিংয়ে যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দশম শ্রেণির এক ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, পরিবারের লোকজনকে অভিযুক্তের পরিবারের সদস্যরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। 

আজ রোববার সকাল ১০টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিয়তপাড়ায় এ ঘটনা ঘটে। 

উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রী বলেন, ‘আমি বাড়ির পাশে ছমির উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ি। স্কুল ও কোচিংয়ে যাতায়াতের পথে প্রায়ই কিছু বখাটে ছেলে বেশ কিছুদিন ধরে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমাকে উত্ত্যক্ত করে। অনেক নিষেধ করা সত্ত্বেও তারা বিরত হয় না। আজ (রোববার) সকালে কোচিং থেকে বাড়ি ফেরার পথে বুড়ির বাজার কমিউনিটি ক্লিনিক থেকে বদিয়তপাড়ার মাঝের দোলায় আমাকে একা পেয়ে আবার উত্ত্যক্ত করতে থাকে প্রতিবেশী আলামিন (২০), আলমগীর (১৮) ও আইনুল (১৬)। এ সময় আমি প্রতিবাদ করলে তাদের সঙ্গে থাকা ছোট আরও কয়েকজন ছেলেকে দিয়ে রাস্তার পাশের ফসলি জমি থেকে কাদা তুলে আমার দিকে ছুড়ে মারে। এ ছাড়াও রাস্তার ভাঙা অংশ থেকে পাথর ও খোয়া তুলে ঢিল মারে। এতে আমি আহত হই এবং আমার জামা কাপড় ও বইয়ের ব্যাগ কাদা দিয়ে মেখে যায়। পরে আমি রাগে ধাওয়া করে আইনুলকে ধরে তার গালে থাপ্পড় দিলে সবাই পালিয়ে যায়।’ 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরও বলেন, ‘আমি বাড়িতে ফেরার মাত্র আধা ঘণ্টা পর আইনুল, আলামিন ও আলমগীরসহ তাদের পরিবারের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়।’ 

এ বিষয়ে ছাত্রীটির বাবা আনসার ভিডিপি সদস্য শরিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে বখাটেপনার বিচার এবং মেয়েসহ পরিবারের সদস্যের জীবনের নিরাপত্তার দাবি জানাচ্ছি। 

এ ঘটনায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত