Ajker Patrika

বিনোদন পার্কে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ, ম্যানেজার গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫: ৩৩
বিনোদন পার্কে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ, ম্যানেজার গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে পাতাকুঁড়ি বিনোদন কেন্দ্রে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় বিনোদনকেন্দ্রের ম্যানেজার আব্দুল আউয়াল শাহকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। কলেজছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করার দায়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদনকেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে নীলফামারী কারাগারে পাঠিয়েছে সৈয়দপুর থানার পুলিশ।

আব্দুল আউয়াল শাহ নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের মৃত নেয়ামতুল্যা শাহের ছেলে।

পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের এক কলেজছাত্রী চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বান্ধবীর সঙ্গে পাতাকুঁড়ি বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। সেখানে পরিচয় ঘটে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের আজগার আলীর ছেলে শাহিন হোসেনের সঙ্গে। পরে মোবাইল ফোনে তোলা ছবি ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে শাহিন হোসেন ওই কলেজছাত্রীকে ১৫ ফেব্রুয়ারি পাতাকুঁড়ি বিনোদন কেন্দ্রে ডেকে নেন। সেখানে বিনোদনকেন্দ্রের ম্যানেজার ও কেয়ারটেকারের সহায়তায় ওই যুবক মেয়েটিকে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী কলেজছাত্রীর মা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করলে ওই দিনই পুলিশ ধর্ষক শাহিনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান আজকের পত্রিকাকে জানান, মামলার তদন্তে কলেজছাত্রীকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে বিনোদন কেন্দ্রের ম্যানেজার আব্দুল আউয়াল শাহ ও একজন কেয়ারটেকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় পাতাকুঁড়ি বিনোদনকেন্দ্রের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ধর্ষণের ঘটনায় সহায়তাকারী হিসেবে ওই বিনোদনকেন্দ্রের একজন কেয়ারটেকার রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি বলেন, এ ঘটনা তদন্তে আরও কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পেলে তাঁকেও আইনের আওতায় নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত