সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’
নীলফামারীর সৈয়দপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক এক মাসের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রধান শিক্ষক বলছেন তিনি আমেরিকায় আছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিযোগ উঠেছে।
আমেরিকায় পাড়ি জমানো ওই শিক্ষকের নাম মোছা. আশরাফী। তিনি সৈয়দপুর পৌর এলাকার রহমাতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন জানান, ‘আমেরিকায় অবস্থানকারী অসুস্থ শাশুড়িকে দেখার জন্য গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটির আবেদন করেন সহকারী শিক্ষক আশরাফী। আবেদনে আমি সুপারিশও করি। পরে তিনি ডিজির অনুমতি সাপেক্ষে বিদেশে চলে যান। তবে যাওয়ার সময় ছুটি মঞ্জুরের কোনো প্রকার কাগজ বা প্রমাণপত্র বিদ্যালয়ে বা উপজেলা শিক্ষা অফিসে জমা দেননি। গৃহীত এক মাসের ছুটি শেষ হলেও আশরাফী কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১২ অক্টোবর ২০২১ এর পর থেকে হাজিরা খাতায় ওই শিক্ষককে অনুপস্থিত দেখানো হচ্ছে।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমার সঙ্গে আশরাফীর কোনো প্রকার যোগাযোগ নেই।’
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা জানান, ওই শিক্ষিকা না থাকায় তাঁর ক্লাসগুলো দীর্ঘ এক বছর ধরে তাঁরা সমন্বয় করে নিচ্ছেন। এতে তাঁদের ওপর বাড়তি চাপ পড়ছে। আশরাফী কারও সঙ্গেই যোগাযোগ রাখেনি। এমনকি তিনি তাঁর ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী মণ্ডল বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাঁরা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। এ ক্ষেত্রে আমার আর কিছুই করার নেই।’
যোগাযোগ করা হলে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘ওই শিক্ষিকার ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। আমার জানা থাকলে এত দিনে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নিতাম।’
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২১ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে