বালুখেকোদের দখলে তিস্তার চর ও বাঁধ
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর চরগুলো এখন বালুখেকোদের দখলে চলে গেছে। নদীর বুক থেকে প্রতিদিন অবৈধভাবে বালু ও পাথর সংগ্রহ করা হচ্ছে। এমনকি তীর রক্ষা বাঁধের নিচেও খননযন্ত্র (বোমা মেশিন) বসানো হয়েছে। এর ফলে ভাঙনের মুখে পড়ছে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা।