Ajker Patrika

পাউবোকে এলাকাবাসীর বাধা, অগ্নিসংযোগ

নীলফামারী প্রতিনিধি
পাউবোকে এলাকাবাসীর বাধা, অগ্নিসংযোগ

নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বুড়ি তিস্তা সেচ প্রকল্পের রিজার্ভার বা জলাধার খননে এলাকাবাসী বাধা দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার কালিগঞ্জের কুঠিরডাঙ্গা গ্রামে পাউবো ও ঠিকাদারিপ্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

এ সময় অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মোটরসাইকেল, একটি এক্সকাভেটর, তিনটি ড্রেজার মেশিন ও ঠিকাদারিপ্রতিষ্ঠানের একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। সেই সঙ্গে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, ১৯৬৮ সালের প্রকল্পের আওতায় পাঁচটি গ্রামের প্রায় ১ হাজার ৩০০ একর জমিতে জলাধার নির্মাণের পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে সেটি বাস্তবায়ন না হওয়ায় সরকার জমি অধিগ্রহণ করেনি। ওই জমিতে এখন স্থানীয় বাসিন্দারা কৃষিকাজ করছেন। সম্প্রতি পাউবো জমিগুলোর মালিকানা দাবি করে আবার জলাধার নির্মাণে গেলে কৃষকেরা আদালতে মামলা করেন। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই বোর্ড কাজ শুরু করতে চাইলে এলাকাবাসী বাধা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কুঠিরডাঙ্গা গ্রামের এক কৃষক বলেন, ‘জলাধার নির্মাণের নির্ধারিত স্থানটি পুরোটাই কৃষিজমি। পাউবো কোনো ধরনের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না করে জমি তাদের বলে দাবি করছে। শনিবার বোর্ড সীমানা নির্ধারণ করতে এলে বিক্ষুব্ধ লোকজন সেখানে গেলেও কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি। বরং বোর্ড এবং ঠিকাদারের লোকজন এলাকাবাসীকে ধাওয়া করে হামলা চালায়।’

এ বিষয়ে নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার বলেন, ‘আমরা সেখানে জলাধার খননের জন্য যাইনি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শনিবার জমির সীমানা নির্ধারণের দিন ছিল। এ জন্য এলাকায় মাইকিং করা হয়েছিল। সেখানে আমরা উপস্থিত হলে এলাকার লোকজন অতর্কিতভাবে বাধা সৃষ্টি করে হামলা চালায়। যারা সরকারি সম্পত্তি দখল করে আছেন তাঁরাই বাধার 
সৃষ্টি করেছেন।’

নির্বাহী প্রকৌশলী জানান, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলেও ঠিকাদারিপ্রতিষ্ঠানকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। সীমানা নির্ধারণ করার পর সেটি অনুমোদন সাপেক্ষে খননকাজ শুরু হবে। ২০২৪ সাল পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত