Ajker Patrika

এক পদে দুই শিক্ষক নিয়োগের অভিযোগ

মাসুদ পারভেজ রুবেল, ডিমলা (নীলফামারী)
এক পদে দুই শিক্ষক নিয়োগের অভিযোগ

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে জালিয়াতি করে এক পদে দুই শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষক রোস্তম আলী বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পাশাপাশি আদালতে মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পান রোস্তম আলী। ২০১৯ সালে তিনি এমপিওভুক্ত হওয়ার জন্য আবেদন করেন।

কিন্তু একই বছরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অনিয়ম করে একই পদে বিকাশ চন্দ্র নামের একজনের নিয়োগ দেখিয়ে এমপিওভুক্তির আবেদন পাঠান।

রোস্তম বলেন, ‘আমাকে না জানিয়ে প্রধান শিক্ষক প্রথমে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে এমপিওভুক্তির জন্য আমার কাগজপত্র পাঠান। ত্রুটিপূর্ণ নথিটি কর্তৃপক্ষ বাতিল করায় পরবর্তীকালে সামাজিক বিজ্ঞানের শিক্ষক পদে নিয়োগ দেখিয়ে আবারও এমপিওভুক্ত করার আবেদন পাঠানো হয়। এরই মধ্যে প্রধান শিক্ষক জালিয়াতি করে একই পদে দুজন শিক্ষককে ২০১৫ সালে নিয়োগ দেখান। বিষয়টি জানার পর তাঁর কাছে জানতে চাইলে তিনি আমার বিল এনে দেবেন বলে জানান।’

এ ঘটনায় জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দেন রোস্তম। এই পরিপ্রেক্ষিতে করা তদন্তে দেখা গেছে, জেলা শিক্ষা অফিস সামাজিক বিজ্ঞান বিষয়ে একজন সহকারী শিক্ষককে নিয়োগের অনুমতিপত্র দিয়েছিল।

যোগাযোগ করা হলে অপর শিক্ষক বিকাশ চন্দ্র বলেন, ‘একই সময়ে সামাজিক বিজ্ঞান বিষয়ে আমাদের দুজনকেই কমিটি নিয়োগ দিয়েছে। আমার কাছে নিয়োগের বৈধ কাগজপত্র আছে।’

জানতে চাইলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘নিয়োগের বিষয়ে নীলফামারী আদালতে মামলা চলমান। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি এসব বিষয়ে কিছু জানেন না।

জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের আদেশ দিই। তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে উঠে এসেছে, সামাজিক বিজ্ঞান বিষয়ে একজন সহকারী শিক্ষককে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। দুজন শিক্ষক নিয়োগের অনুমতিপত্রটি ভুয়া। এটা প্রধান শিক্ষকের ভুল। নিয়োগের বৈধতা নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত