Ajker Patrika

নভোএয়ারের কর্মচারীদের সঙ্গে হাতাহাতি, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ২ যাত্রী

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
নভোএয়ারের কর্মচারীদের সঙ্গে হাতাহাতি, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ২ যাত্রী

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী যাত্রীদের সঙ্গে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের কাউন্টারে কর্মচারীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই এয়ারলাইনসের ঢাকাগামী একটি ফ্লাইট শিডিউল বিপর্যয় নিয়ে ঘটনা ঘটে। এ সময় সংস্থাটির কর্মচারীরা নভোএয়ারের ঢাকাগামী দুই যাত্রীকে আটকে রাখে। পরে ৫ ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ওই যাত্রীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

আটকে রাখা ওই দুই যাত্রী হলেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক মো. শরিফুল ইসলাম ও দিনাজপুরের পার্বতীপুরের নতুন বাজার এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন সরকার ওরফে জুয়েল।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছিল। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান মহড়া চলছে মর্মে ফ্লাইটটি দেরি হবে বলে যাত্রীদের জানানো হয়। এর মাঝে ইউএস বাংলা সংস্থার উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করায় নভোএয়ারের অপেক্ষমাণ যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। পরে তাঁরা বিমানবন্দরে হট্টগোল সৃষ্টি করে। 

এ সময় সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ নভোএয়ারের যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই দুই যাত্রী নভোএয়ারের কাউন্টারের ডেস্ক ফেলে দিয়ে কর্মচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে। 

আটক যাত্রী জসিম উদ্দিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘একটা জরুরি মিটিং থাকায় ঢাকায় যাচ্ছিলাম। কিন্তু বিমান বিলম্বের কারণ জানতে চাইলে এয়ারপোর্ট ম্যানেজার আমাদের মারতে তেড়ে আসেন। নভোএয়ারের কর্মকর্তা কর্মচারীরাও যাত্রীদের হেনস্তা করেছেন। পরে আমাদের পাঁচ ঘণ্টা আটকে রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অথচ ওই বিমানের বাকি যাত্রীদের বেলা ১টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, ‘যাত্রীদের লাঞ্ছিত করার বিষয়টি সাজানো। বরং তারাই বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নভোএয়ার বিমান সংস্থার হেড অব ফ্লাইট অপারেশন শাহাদাত হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মীমাংসায় বসেন। এ সময় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ডা. শরিফুল ইসলামকে নভোএয়ারের ওই দিনের ও জসিম উদ্দিন সরকারকে পরের দিনের টিকিট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ 

নভোএয়ার বিমান সংস্থার হেড অব ফ্লাইট অপারেশন শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু তাঁরা আমাদের সম্মানিত যাত্রী তাই আমরা বিষয়টি সহজভাবে নিয়েছি। তারা হয়তো আবেগে কিছু ভাঙচুর করেছেন। তারাও তাদের ভুলের জন্য অনুতপ্ত। তাই বিষয়টি এখানে নিষ্পত্তি হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত