Ajker Patrika

ইজারা বাতিলের দাবিতে দোকান বন্ধ করে বিক্ষোভ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ইজারা বাতিলের দাবিতে দোকান বন্ধ করে বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুরে দোকান বরাদ্দের ইজারা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে পৌরসভা ও সবজি ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে বিরোধ। ব্যবসায়ীরা গতকাল বুধবার দোকান বন্ধ রেখে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। দোকান বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় শহরের বাসিন্দাদের।

স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর মরহুম আখতার হোসেন বাদল পৌর আধুনিক সবজি বাজারের সভাপতি মো. জয়নাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ শেখ, সহসাধারণ সম্পাদক মো. লাল্লু প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৫ সাল থেকে তাঁরা সবজি বাজারে ব্যবসা করছেন। এর আগে রেললাইনের ওপর ঝুঁকি নিয়ে ব্যবসা করতেন। সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল তাঁদের রেললাইন থেকে এনে এখানে পুনর্বাসন করেন। সেই থেকে তাঁরা নিয়মিত পৌরকর পরিশোধ করে দোকান পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমান পৌর মেয়র রাফিকা আকতার জাহান গত মঙ্গলবার বাজারের ১২২টি দোকান ইজারা দিতে বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে দোকানে ভেদে দেড় থেকে দুই লাখ টাকা চাওয়া হয়েছে। সেখানে যাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাঁদের অগ্রাধিকারের বিষয়টিও এতে উল্লেখ করা হয়নি।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান মেয়র টাকা ছাড়া কিছু বোঝেন না। গরিব ব্যবসায়ীরা ইজারার এত টাকা কোথায় পাবেন, তা নিয়ে প্রশ্ন করেন তাঁরা। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে দাবি করে তাঁরা বলেন, ইজারা বাতিল না হলে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ থাকবে।

এর আগে ব্যবসায়ীরা সবজি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে দোকান বন্ধ থাকায় বাজার করতে এসে খালি ব্যাগ নিয়ে ফিরতে হয়েছে অনেককে। শাহনাজ পারভীন নামের একজন বলেন, ‘বাড়িতে সবজি শেষ, তাই বাজারে এসেছিলাম। কিন্তু দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে।’

ইজারার বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘আইন মেনে দোকান বরাদ্দ নিয়েই ব্যবসা করতে হবে। তবে আগে থেকে এখানে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত