নিউজিল্যান্ডে ৩ সন্তান নিয়ে উধাও বাবাকে শনাক্তের দাবি
নিউজিল্যান্ডে টম ফিলিপস নামে এক বাবা তাঁর দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে তিন বছর আগে নিখোঁজ হয়েছিলেন। বুধবার বিবিসি জানিয়েছে, ৮ বছরের মেয়ে এমবার, তার চেয়ে এক বছরের বড় ভাই ম্যাভেরিক এবং তাদের ১১ বছর বয়সী বোন জায়দাকে সহ নিখোঁজ টমকে নিউজিল্যান্ডের বিস্তৃত একটি প্রান্তরে দেখা গেছে।