বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডই প্রথম ২০২৫ সালকে উদ্যাপন করেছে। নতুন বছরকে স্বাগত জানাতে বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়। এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদ্যাপনের অংশ। নিউজিল্যান্ডে মাওরি অধিকার নিয়ে প্রতিবাদের একটি বছর শেষে এই প্রদর্শনীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
জানা গেছে, প্রতি বছরই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্যাপন শুরু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগেই অকল্যান্ডের উদ্যাপন শুরু হয়।
এদিকে অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নববর্ষ উদ্যাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষ উপলক্ষে সিডনি হারবারে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস একটি গানের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
মূলত ওশেনিয়ার পর এশিয়ার মহাদেশের দেশগুলোতেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। এবার জাপানে বছরের সবচেয়ে বড় ছুটি উদ্যাপনের প্রস্তুতি হিসেবে মন্দির এবং বাড়ি পরিষ্কার করা হয়েছে।
গত রোববার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া জাতীয় শোক পালন করছে। এর ফলে সেখানে এবার নববর্ষ উদ্যাপন সীমিত রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজির পাশাপাশি ৮০০ ড্রোনের প্রদর্শনী এবং হোটেল ইন্দোনেশিয়া রাউন্ডঅ্যাবাউটে মধ্যরাতের কাউন্টডাউন আয়োজন করা হবে।
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ডই প্রথম ২০২৫ সালকে উদ্যাপন করেছে। নতুন বছরকে স্বাগত জানাতে বিগত বছরগুলোর মতো এবারও অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে রঙিন আতশবাজি শুরু হয়। এই আয়োজন উপভোগ করতে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আতশবাজির পাশাপাশি অকল্যান্ডের আদিবাসী উপজাতিদের সম্মানে আয়োজিত আলোক প্রদর্শনীও ছিল উদ্যাপনের অংশ। নিউজিল্যান্ডে মাওরি অধিকার নিয়ে প্রতিবাদের একটি বছর শেষে এই প্রদর্শনীটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
জানা গেছে, প্রতি বছরই নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষ উদ্যাপন শুরু হওয়ার অন্তত ১৮ ঘণ্টা আগেই অকল্যান্ডের উদ্যাপন শুরু হয়।
এদিকে অকল্যান্ডের পর অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নববর্ষ উদ্যাপন শুরু হয়ে গেছে। এবার সিডনি হারবারে ১০ লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষ উপলক্ষে সিডনি হারবারে ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস একটি গানের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
মূলত ওশেনিয়ার পর এশিয়ার মহাদেশের দেশগুলোতেই সবার আগে নববর্ষ উদ্যাপন করা হয়। এবার জাপানে বছরের সবচেয়ে বড় ছুটি উদ্যাপনের প্রস্তুতি হিসেবে মন্দির এবং বাড়ি পরিষ্কার করা হয়েছে।
গত রোববার বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দক্ষিণ কোরিয়া জাতীয় শোক পালন করছে। এর ফলে সেখানে এবার নববর্ষ উদ্যাপন সীমিত রাখা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আতশবাজির পাশাপাশি ৮০০ ড্রোনের প্রদর্শনী এবং হোটেল ইন্দোনেশিয়া রাউন্ডঅ্যাবাউটে মধ্যরাতের কাউন্টডাউন আয়োজন করা হবে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। গতকাল বুধবার সকালে বর্ষণ শুরু হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মানুষ ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
২ ঘণ্টা আগেইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের কায়াকফিউ টাউনশিপে জান্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকির দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এই ঘাঁটিকে ঘিরে সংঘর্ষ এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই চৌকিটি মিয়ানমারের সামরিক নৌঘাঁটি দান্যাওয়াদ্দির মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
৫ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর
৫ ঘণ্টা আগে