Ajker Patrika

ইসরায়েল যুক্তরাষ্ট্রের পালিত কুকুর: খামেনি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২: ৫৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর বলে আখ্যা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, খামেনি বলেছেন, ‘আমাদের জাতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পালিত কুকুর ইসরায়েলি শাসনের শক্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয় হবে।

গত মাসে, ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, যদিও ইরান দাবি করে আসছে যে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। জবাবে ইরান ইসরায়েল ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।

খামেনি বলেন, ‘ইরান যে (মার্কিন) ঘাঁটিতে হামলা চালিয়েছে, তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আঞ্চলিক মার্কিন ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যদের ওপর এর চেয়েও বড় আঘাত হানা সম্ভব।’

বর্তমানে, যুক্তরাষ্ট্র ও তিনটি ইউরোপীয় শক্তি আগস্টের শেষের দিকে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হতে চাপ দিচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন পর্যন্ত কোনো অগ্রগতি না হয়, তাহলে ২০১৫ সালের ইরান চুক্তির (জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন) অধীনে উঠে যাওয়া সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহালের জন্য ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর করা হবে।

তবে এর পরও ইরানের পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে বলেছে, পূর্বশর্ত পূরণ না হলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এই বিবৃতি প্রকাশ করেছে।

খামেনি বলেন, ‘কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই আমরা যখনই মঞ্চে প্রবেশ করি, তখন আমরা দুর্বল অবস্থান থেকে নয়, বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থাতেই প্রবেশ করি।’ তিনি কূটনীতিকদের ‘নির্দেশিকা’ মেনে চলার এবং তাদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত