মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। টস জিতে আগে নাইজেরিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টাস ওয়াকেলিন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা নির্ধারণ করা হয় ১৩ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ইলিয়ান উদেহর ২২ বলে ১৮ ও অধিনায়ক লাকি পিয়েটির ২৫ বলে ১৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ৬৫ রান তোলে নাইজেরিয়া। জয়ের জন্য ৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে থেমে যায় নিউজিল্যান্ডের মেয়েরা। হেরে যায় ২ রানে।
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু পিয়েটির দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ৬ রানের বেশি নিতে পারেনি তারা। ইভে ওলান্ড ১৪, আনিকা টড ১৯ ও অধিনায়ক ওয়াকেলিন ১৮ রান করলেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা।
আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সামোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল নাইজেরিয়া। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের দুইয়ে আছে তারা। তাতে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল তাদের। নিউজিল্যান্ড টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বর আছে। শেষ ম্যাচ তারা খেলবে সামোয়ার বিপক্ষে। ম্যাচসেরা হয়েছেন লাকি পিয়েটি।
প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। টস জিতে আগে নাইজেরিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টাস ওয়াকেলিন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা নির্ধারণ করা হয় ১৩ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ইলিয়ান উদেহর ২২ বলে ১৮ ও অধিনায়ক লাকি পিয়েটির ২৫ বলে ১৯ রানের সৌজন্যে ৬ উইকেটে ৬৫ রান তোলে নাইজেরিয়া। জয়ের জন্য ৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে থেমে যায় নিউজিল্যান্ডের মেয়েরা। হেরে যায় ২ রানে।
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু পিয়েটির দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ৬ রানের বেশি নিতে পারেনি তারা। ইভে ওলান্ড ১৪, আনিকা টড ১৯ ও অধিনায়ক ওয়াকেলিন ১৮ রান করলেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা।
আগের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সামোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল নাইজেরিয়া। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের দুইয়ে আছে তারা। তাতে সুপার সিক্সও নিশ্চিত হয়ে গেল তাদের। নিউজিল্যান্ড টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বর আছে। শেষ ম্যাচ তারা খেলবে সামোয়ার বিপক্ষে। ম্যাচসেরা হয়েছেন লাকি পিয়েটি।
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
১৩ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
৩৭ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১ ঘণ্টা আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে