ক্রীড়া ডেস্ক
তাঁর শেষ টেস্টের প্রথম দিন। মাঠে নেমে কি একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন টিম সাউদি! হয়েছেন বৈকি! হ্যামিল্টনের সেডেন পার্কে যখন ব্যাটিংয়ে নামলেন, করতালিতে প্রকম্পিত মাঠ। সেটা আরও প্রকম্পিত হলো যখন ৬ বলের ব্যবধানে মারলেন তিন ছক্কা। গ্যালারিতে বল আছড়ে পড়লে এমনিতেই উদ্দীপ্ত হয় গ্যালারি। আর সাউদির ক্ষেত্রে তো তা হওয়ারই কথা।
১০ নম্বরে ব্যাটিংয়ে নামার সময় প্রতিপক্ষ ইংল্যান্ডের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে তাঁকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। তারও আগে মেয়েকে ঢুকেছিলেন স্টেডিয়ামে। তবে ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ১০ বলে করেছেন ২৩ রান। অবশ্য প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ৩০০ পেরোনো স্কোরে কিছুটা হলেও অবদান তাঁর ইনিংসে। ৯ উইকেট খুইয়ে প্রথম দিন শেষ স্বাগতিকেরা তুলেছে ৩১৫ রান।
টস হেরে ব্যাটিংয়ে আসা নিউজিল্যান্ড অবশ্য ভালো একটা শুরু পেয়েছিল। ইনিংসের উদ্বোধনীতে ১০৫ রান এনে দিয়েছিলেন টম লাথাম ও উইল ইয়াং। ৪২ রানে ইয়ং অ্যাটকিনসনের শিকার হলে ভাঙে এই জুটি। টম লাথাম ফেরেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে। ৫৪ বলে ৫০ রান নিয়ে উইকেটে আছেন মিচেল স্যান্টনার। সঙ্গী ও’রুর্কি (০*)। ম্যাথু পট ও অ্যাটকিনসন নিয়েছেন ৩টি করে উইকেট।
সেডন পার্কে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা কেন উইলিয়ামসনের আউট। পটের ভালো লেন্থের বল খেলতে গিয়েছিলেন। বাউন্স করে বলটি ব্যাটারের ব্যাটকে ফাঁকি দিয়ে ধাবিত হচ্ছিল স্টাম্পের দিকে। পা দিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করেছিলেন কেন উইলিয়ামসন (৪৪), তবে বলটি ঠিকই আঘাত করে স্টাম্পে।
তাঁর শেষ টেস্টের প্রথম দিন। মাঠে নেমে কি একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন টিম সাউদি! হয়েছেন বৈকি! হ্যামিল্টনের সেডেন পার্কে যখন ব্যাটিংয়ে নামলেন, করতালিতে প্রকম্পিত মাঠ। সেটা আরও প্রকম্পিত হলো যখন ৬ বলের ব্যবধানে মারলেন তিন ছক্কা। গ্যালারিতে বল আছড়ে পড়লে এমনিতেই উদ্দীপ্ত হয় গ্যালারি। আর সাউদির ক্ষেত্রে তো তা হওয়ারই কথা।
১০ নম্বরে ব্যাটিংয়ে নামার সময় প্রতিপক্ষ ইংল্যান্ডের ক্রিকেটাররা দুই সারিতে দাঁড়িয়ে তাঁকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। তারও আগে মেয়েকে ঢুকেছিলেন স্টেডিয়ামে। তবে ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ১০ বলে করেছেন ২৩ রান। অবশ্য প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের ৩০০ পেরোনো স্কোরে কিছুটা হলেও অবদান তাঁর ইনিংসে। ৯ উইকেট খুইয়ে প্রথম দিন শেষ স্বাগতিকেরা তুলেছে ৩১৫ রান।
টস হেরে ব্যাটিংয়ে আসা নিউজিল্যান্ড অবশ্য ভালো একটা শুরু পেয়েছিল। ইনিংসের উদ্বোধনীতে ১০৫ রান এনে দিয়েছিলেন টম লাথাম ও উইল ইয়াং। ৪২ রানে ইয়ং অ্যাটকিনসনের শিকার হলে ভাঙে এই জুটি। টম লাথাম ফেরেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে। ৫৪ বলে ৫০ রান নিয়ে উইকেটে আছেন মিচেল স্যান্টনার। সঙ্গী ও’রুর্কি (০*)। ম্যাথু পট ও অ্যাটকিনসন নিয়েছেন ৩টি করে উইকেট।
সেডন পার্কে দিনের সবচেয়ে আলোচিত ঘটনা কেন উইলিয়ামসনের আউট। পটের ভালো লেন্থের বল খেলতে গিয়েছিলেন। বাউন্স করে বলটি ব্যাটারের ব্যাটকে ফাঁকি দিয়ে ধাবিত হচ্ছিল স্টাম্পের দিকে। পা দিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করেছিলেন কেন উইলিয়ামসন (৪৪), তবে বলটি ঠিকই আঘাত করে স্টাম্পে।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৫ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৫ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৭ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৮ ঘণ্টা আগে